রেশন দোকান স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ গঙ্গারামপুরের ৭নম্বর ওয়ার্ডের বড় বাজারে
শীতল চক্রবর্তী বালুরঘাট ২৯ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।রেশন দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাবার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন শহর এলাকার বহু স্থানীয় গ্রাহকরা। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বাজারে বহু বছরের পুরোনো একটি রেশন দোকান রয়েছে।এক সময় দোকানটি পরিচালনা করতেন গিরিন্দ্রনাথ রায়। তিনি দায়িত্ব ছেড়ে দিলে ২০০৭সাল থেকে অতিরিক্ত দায়িত্ব পান কমলেশ ফৌজদার এবং দীর্ঘদিন ধরে তিনি সুষ্ঠুভাবেই গ্রাহক পরিষেবা দিয়ে আসছেন। এলাকার মানুষজনদের পাশে থেকে তিনি প্রতিষ্ঠিত বাধান বলে বাসিন্দারা জানান।২০২২ সালে খাদ্য ও সরবরাহ দপ্তর নতুন করে ডিলারশিপের জন্য বিজ্ঞপ্তি জারি করলে একাধিক আবেদনকারীর মধ্যে সায়ন সূত্রধর লাইসেন্স পান বলে দাবি করা হয়। রেশন গ্রাহকদের অভিযোগ,তিনি রেশন দোকানটি বড়বাজার থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করতে চান।এই খবর জানাজানি হতেই মঙ্গলবার সকাল থেকে ৭নম্বর ওয়ার্ডের বড়বাজার, সাহাপাড়া, ডাকবাংলো পাড়া সহ আশপাশের এলাকার গ্রাহকরা বিক্ষোভে ফেটে পড়েন। এলাকার স্থানীয় বাসিন্দা তথা রেশন দোকানের গ্রাহক অমিত প্রসাদের দাবি,“বড়বাজারের বহু বছরের রেশন দোকানটি অন্যত্র সরানো যাবে না। যেখান থেকে তারা রেশন পেতেন সেখানে থেকেই তাদের রেশন বিলি করতে হবে।বহু গ্রাহকদের আরও হুঁশিয়ারি দেন দোকান রেশন দোকানে অন্যত্র নিয়ে গেলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।”
নতুন রেশন ডিলার সায়ন সূত্রধর বলেন,”গ্রাহকেরা রেশন দোকানটি এখানে রাখার দাবি করেছে বিষয়টি দেখা হবে।” গঙ্গারামপুর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন,”বিষয়টি শুনেছি সমস্যা সমাধান করার চেষ্টা চলছে।”

















