শীতল চক্রবর্তী বালুরঘাট ১৭ নভেম্বর দক্ষিণ দিনাজপুর। দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের পেট্রল মোবাইল ভ্যান। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত চার পুলিশ কর্মী। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে।
জানা গিয়েছে প্রতিদিনের মত রবিবার রাতে বালুরঘাট থেকে জেলা পুলিশের একটি পেট্রল ভ্যান টহলদারিতে বেরিয়ে ছিল। বালুরঘাট থেকে শুরু করে পেট্রল ভ্যানটি মেহেন্দিপাড়া পর্যন্ত গিয়ে ছিল। বংশীহারী,গঙ্গারামপুর,ফুলবাড়ি,রামপুর সহ বিভিন্ন এলাকায় টহলদারি শেষ করে পেট্রল ভ্যানটি সোমবার ভোর চারটে নাগাদ বালুরঘাটে ফিরছিল। ১৪ মাইল খাসের সেতু এলাকায় পেট্রল ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে সেতুর রেলিং এ ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন চালক সহ কর্তব্যরত চার পুলিশ কর্মী। বিষয়টি জানাজানি হতে তপন থানার রামপুর ফাঁড়ি ও গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনা স্থলে ছুঁটে যান। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসা চলছে। পুলিশ দুঘর্টনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে।




















