পিকআপ ও বাস সংঘর্ষে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো এক মহিলার

0
87

বংশীহারী থানার ডিটলহাটে পিকআপ ও বাস সংঘর্ষে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো এক মহিলার


শীতল চক্রবর্তী বালুরঘাট ১৬ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত ডিটলহাট এলাকায় পিকআপ ভ্যান ও স্থানীয় বাসের সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার।রবিবার বিকেলে ডিটলহাটে জাতীয় সড়ক এনএইচ-৫১২-র উপর ঘটনাটি ঘটে।পুলিশ তার মৃতদেহ রবিবার বিকেলেই উদ্ধার করে রশিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সোমবার তার ময়না তদন্ত করা হবে বালুরঘাট জেলা হাসপাতালে বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃতের নাম সুষমা রানী ঘোষ (৫০)।তার বাড়ি বংশীহারী থানার বড়হোরা এলাকায়।জানা যায়, রবিবার বিকেলে পুজোর সামগ্রী কেনার উদ্দেশ্যে তিনি বংশীহারী থানার ডিটলহাটে এসেছিলেন।সেই সময় বুনিয়াদপুরের দিক থেকে ডিটোল হাটের দিকে একটি স্থানীয় বাস জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অতিরিক্ত গতিসম্পন্ন মাছ বোঝাই পিকআপ ভ্যানটি ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে।হঠাৎ সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হাঁটতে থাকা সুষমা রানী ঘোষের উপর দিয়ে উঠে যায়।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বিকট শব্দে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।ছুটে আসে বংশীহারী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মাছ বোঝাই পিকআপ ভ্যানগুলি অত্যন্ত দ্রুত গতিতে এই রাস্তা দিয়ে ছুটে যায়। সেই গাড়ি থেকে ঝরে পড়া জল ও বেপরোয়া ওভারটেক করার প্রবণতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এই গাড়িগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা।
স্থানীয় বাসিন্দা উত্তম খাঁ ভিযোগ করে বলেন,“মাছ বোঝাই পিকআপ গাড়িটি দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধার উপর দিয়ে উঠে যায়।পুজোর সামগ্রী কিনে ফিরছিলেন তিনি।চোখের সামনে প্রাণ গেল।” মৃতের এক আত্মীয় জানিয়েছেন,” উনি যেভাবে চলে যাবে ভেবে উঠতেই পারছি না।” বংশীহারী থানার পুলিশ জানিয়েছেন মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার তার দেহ বালুরঘাটে ময়না তদন্তে পাঠানো হবে।
এমন ঘটনায় রবিবার বিকেলে পরিবারের সদস্যরাও হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here