বালুরঘাটে মদ–সাট্টার দৌরাত্ম্য! নিরাপত্তাহীনতার প্রতিবাদে রাস্তায় নামলেন মহিলারা

0
69

বালুরঘাটে মদ–সাট্টার দৌরাত্ম্য! নিরাপত্তাহীনতার প্রতিবাদে রাস্তায় নামলেন মহিলারা

বালুরঘাট, ১৫ নভেম্বর —–বালুরঘাটের লক্ষ্মীতলা হাট এলাকা যেন রাত নামলেই পরিণত হয় মদ–সাট্টার আখড়ায়। নেশাগ্রস্ত যুবকদের দাপটে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সন্ধ্যার পর মহিলাদের ঘরের বাইরে বের হওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলে মদ্যপানের আসর ও সাট্টা জুয়ার তাণ্ডব। এতে যে কোনও সময় মহিলাদের উপর নির্যাতন বা আক্রমনের আশঙ্কা তৈরি হচ্ছে বলে দাবি বাসিন্দাদের।

এই অশান্ত পরিবেশের প্রতিবাদেই শনিবার দুপুরে রাস্তায় নামেন এলাকার বহু মহিলা। বালুরঘাট ব্লকের চকন্দারু লক্ষ্মীতলা অঞ্চলের বাসিন্দারা আবগারি দপ্তরে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন। শুধু প্রতিবাদই নয়, লিখিত অভিযোগপত্রও জমা দেন তাঁরা। যে অভিযোগপত্রে এলাকায় বেআইনি মদ-বিক্রি ও সাট্টা চালানোর সঙ্গে জড়িত কয়েকজনের নামও সরাসরি উল্লেখ করেছেন গৃহবধূরা।

স্থানীয় বাসিন্দা পারুল বর্মন ও অনিতা বর্মনের ক্ষোভ, “সন্ধ্যা নামলেই নেশাখোরদের দৌরাত্ম্য চরমে ওঠে। মহিলাদের পথচলা অসম্ভব হয়ে যায়। বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।”
এলাকার বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য সুধাংশু বর্মন বলেন, “আগেও আবগারি দপ্তরে জানিয়েছিলাম। ব্যবস্থা না নেওয়ায় আজ বাসিন্দাদের সঙ্গে আন্দোলনে নেমেছি।”

যদিও বালুরঘাট আবগারি দপ্তরের তরফে জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here