এসআইআর ফর্ম ফিলাপের জটিলতা কাটাতে মাঠে নামলো তৃণমূলের কিষান সংগঠন

0
26

এসআইআর ফর্ম ফিলাপের জটিলতা কাটাতে মাঠে নামলো তৃণমূলের কিষান সংগঠন, সাহেনশা মোল্লার নেতৃত্বে কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ

বালুরঘাট, ১৩ নভেম্বর —– এসআইআর ফর্ম ফিলাপের জটিলতা ও ভীতি কাটাতে এবার সরাসরি মাঠে নামল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কিষান খেত মজদুর সংগঠন। প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও অনেক কৃষক ও গ্রামাঞ্চলের মানুষ ফর্ম পূরণের প্রক্রিয়ায় আতঙ্কে ভুগছেন—এই বাস্তব পরিস্থিতিতেই উদ্যোগ নিল দলীয় কৃষক সংগঠন।

বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় এলাকায় আয়োজিত তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্প ঘুরে দেখেন সংগঠনের জেলা সভাপতি সাহেনশা মোল্লা। কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার দিক তুলে ধরেন তিনি। বেশ কয়েকটি ফর্ম নিজে হাতে পূরণ করে কর্মীদের উৎসাহও জোগান। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বিপ্লব দেবনাথ ও বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক মাহাতো।

সংগঠনের জেলা সভাপতি সাহেনশা মোল্লা জানান, “কৃষকদের পাশে আমাদের সংগঠন সবসময়ই রয়েছে। এসআইআর ফর্ম ফিলাপ নিয়ে যে বিভ্রান্তি ও ভয় দেখা দিয়েছে, সেটাকে দূর করতেই আমরা ক্যাম্পে ঘুরে ঘুরে সহায়তা করছি। কর্মীদেরও উৎসাহিত করছি যাতে প্রত্যেক কৃষকের পাশে পৌঁছানো যায়।”

সংগঠন সূত্রে জানা গিয়েছে, শুধু বোয়ালদাড় নয়, আগামী দিনে বালুরঘাট ব্লকের অন্যান্য গ্রাম, হিলি, কুশমণ্ডি ও তপন ব্লকেও এমন সহায়তা শিবিরের আয়োজন করা হবে। লক্ষ্য একটাই—কোনও কৃষক যেন ভীতি বা বিভ্রান্তির কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here