লালকেল্লায় বিস্ফোরণের পর সীমান্তে চরম সতর্কতা! বালুরঘাট স্টেশনে শুরু হাইঅ্যালার্ট নজরদারি
বালুরঘাট, ১১ নভেম্বর ——-দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় কাঁপছে রাজধানী। দেশের রাজধানীর ঘটনার রেশ এসে পৌঁছেছে এবার বাংলার সীমান্তেও। কেন্দ্রীয় সতর্কবার্তার পর রাজ্যজুড়ে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রাজ্য পুলিশের নির্দেশে ইতিমধ্যেই জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা, আর সেই হাই অ্যালার্টে এবার নড়ে বসেছে দক্ষিণ দিনাজপুর প্রশাসনও।
সীমান্তবর্তী এই জেলার নিরাপত্তা যে কতটা গুরুত্বপূর্ণ, তা ভালোভাবেই জানে রাজ্য পুলিশ। তিনদিকে বাংলাদেশ ঘেরা দক্ষিণ দিনাজপুর এখন কড়া নজরদারিতে। বিশেষ করে বালুরঘাট রেলস্টেশন—যেখানে প্রতিদিন শত শত যাত্রী যাতায়াত করেন—সেখানেই শুরু হয়েছে চিরুনি তল্লাশি অভিযান।
মঙ্গলবার সকাল থেকেই জিআরপি ও আরপিএফের যৌথ বাহিনী টহলে নেমেছে স্টেশন প্রাঙ্গণে। প্রতিটি প্ল্যাটফর্ম, ওয়েটিং হল, এমনকি রেললাইনের ধারে পরিত্যক্ত এলাকা পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে খুঁটিয়ে। যাত্রীদের ট্রলি, ব্যাগ, এমনকি ছোট প্যাকেটও পরীক্ষা করা হচ্ছে সতর্কতার সঙ্গে। স্টেশন জুড়ে ঘোষণা করে জানানো হচ্ছে—অচেনা ব্যক্তি বা সন্দেহজনক বস্তু দেখলেই কর্তৃপক্ষকে জানান।
বালুরঘাট জিআরপি থানার অফিসার ইনচার্জ রতন সরকার বলেন, “পুরো স্টেশন এলাকা ক্লোজ ওয়াচে রাখা হয়েছে। আরপিএফ ও জিআরপি যৌথভাবে দিনরাত টহল দিচ্ছে। কোনও সন্দেহজনক নড়াচড়া চোখ এড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্রের খবর, শুধু রেলস্টেশন নয়, বাসস্ট্যান্ড, সীমান্ত চেকপোস্ট ও বাজার এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সমন্বয় করে চালানো হচ্ছে বিশেষ অভিযান।
দেশজুড়ে আতঙ্কের আবহে সীমান্তবাংলা এখন চূড়ান্ত সতর্কতায়—প্রশাসনের লক্ষ্য একটাই, শান্তি ও সুরক্ষা বজায় রাখা।
















