সরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন ১০দিন আগে আদিবাসী তরুণীর শরীরে ভুল গ্রুপের রক্ত পরিবেশন করাই মৃত্যু হয় আদিবাসী তরুণীর, প্রতিবাদে আদিবাসী সংগঠনের অবরোধ মহকুমা হাসপাতালে সামনে, দাবি রাখা হলো মৃতের পরিবারের কাজের ও হাসপাতালের অতিরিক্ত সুপারের বদলির শীতল চক্রবর্তী বালুরঘাট ১১ই নভেম্বর দক্ষিণ দিনাজপুর। প্রায় ১০দিন আগে সরকারি হাসপাতালে এক আদিবাসী তরুণী মৌসুমী মুর্মুর শরীরে ভুল রক্তের গ্রুপ পরিবেশন করায় তার ৭ দিন আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।ঘটনার অভিযুক্তদের শাস্তির দাবিতে আদিবাসী সংগঠনের তরফে মঙ্গলবার সকালে প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের কালদিঘিতে অবস্থিত মহকুমা হাসপাতালে সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কে সামনে অবরোধ করে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতি নামে সংগঠনটি।তারা হাসপাতালের সহকারী সুপার নয়ন সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাকে অন্যত্র পরিবর্তন ও মৃত আদিবাসী তরুণীর পরিবারের এক সদস্যের কাজের দাবি করেন।হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস দিলে ৪৫ মিনিট পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলনা আদিবাসীরা।
গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল কুশমন্ডি থানার গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মৌসুমী মার্ডি নামে ওই তরুণী বেশ কয়েকদিন আগে রক্ত জনিত সমস্যার জন্য প্রথমে কুশমন্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজনেরা।পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে রক্তের নমুনা হাসপাতালের ব্লাড ব্যাংক পাঠানো হয় রক্তের গ্রুপ জানার জন্য এবং সেই রক্ত ব্যবস্থা করার জন্য।পরে হাসপাতালে থেকে বলা হয় তাদের রুগীর জন্য এবি পজেটিভ রক্ত লাগবে।সেই অনুসারে পরিবারের লোকেরা এবি পজেটিভ রক্ত দেন।
পরিবারের লোকজনদের আরো অভিযোগ,পরবর্তীতে তারা জানতে পারেন হাসপাতাল থেকে ভুল রক্ত পরিবেশন করা হয়েছে তাদের আদিবাসী রোগীকে।সেই রোগীকে ও ,পজেটিভ রক্তের প্রয়োজন ছিল।তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা খারাপ হলে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে।ঘটনার একদিন অর্থাৎ ৪ই নভেম্বর মালদা মেডিকেলেই মৃত্যু হয় মৌসুমী মার্ডির।
গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল রক্ত পরিবেশন ও চিকিৎসার গাফলতির অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিজন ও আদিবাসী সমাজের মানুষেরা।এরপর হাসপাতালের সামনেই পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতি ব্যানারে তারা বালুরঘাট মালদা ৫১২নম্বর জাতীয় সড়কে কালদিঘি হাসপাতালে সামনে অবরোধ করেন তারা।ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।ঘটনার খবর পেলে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী।প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ চলে।
পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির অন্যতম নেতা অপূর্ব মন্ডল,বলেন অভিযোগ করে বলেন, হাসপাতালে দালাল রাজ বন্ধ হোক। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে আন্দোলনে নেওয়া হয়েছে। হাসপাতালে সহকারী সুপারের বদলি ও মৃতের পরিবারকে একটি কাজের দাবি করা হয়েছে। কর্তৃপক্ষ দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।”
ভজন সরকার নামে এক পথ অবরোধকারী বাসিন্দা অভিযোগ করে বলেন,”হাসপাতালের ভেতরে ঢুকতেই যত নিয়ম। রোগী ও তার আত্মীয়দের শোষণ চালাচ্ছেন হাসপাতালে সহকারী সুপার নয়ন সরকারের।”
গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপার কৌশিক চক্রবর্তী বলেন,”কিছু দাবি রেখেছে সেটা যথাস্থানের পাঠিয়ে দেওয়া হয়েছে।পুরো ঘটনা তদন্ত করে দেখে যারা দোষী তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা দিবে।”
















