টাকার বিনিময়ে ভি আইপি কার্ড বিলি থেকে পিছু হটল বোল্লা রক্ষাকালী পুজো কমিটি

0
271

স্টার সংবাদের খবরের জের, টাকার বিনিময়ে ভি আইপি কার্ড বিলি থেকে পিছু হটল বোল্লা রক্ষাকালী পুজো কমিটি। পুলিশি নিরাপত্তায় দেবি দর্শন ভক্তদের

বালুরঘাট, ৮ নভেম্বর —-খবরের জের, ভক্তদের সুবিধার্থে টাকার বিনিময়ে ভি আইপি কার্ড চালু করা থেকে পিছু হটলো বোল্লা রক্ষাকালী পুজো কমিটি। ভি আইপি কার্ডের সিস্টেম পরিচালনায় বেসরকারি নিরাপত্তা রক্ষী মন্দিরে নিয়োগ হলেও টাকা তুলবার সিদ্ধান্তে পিছু হটেছে বোল্লা রক্ষাকালী পুজো কমিটি। শুক্রবার সকালের পর শনিবারও এমন দৃশ্য দেখা গেল বোল্লা মন্দির চত্বরে। শুধু তাই নয়, ভি আইপি কার্ড নিয়ে অনেকে হাজির হলেও তাদের কাছ থেকে কোন টাকা নেননি মন্দির কতৃপক্ষ, ভিডিও সামনে এনে যার প্রমানও দিয়েছে মন্দির কতৃপক্ষ। বোল্লা মন্দির কমিটির পক্ষে দীপক কর্মকার জানান, ভি আইপি কার্ড বিক্রির জন্য ৫০০ টাকা ধার্য হলেও পরবর্তীতে গ্রামবাসীদের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে কমিটি। ভি আই পি কার্ড বিলি করা হলেও তাদের কাছ থেকে কোন টাকা নেওয়া হয়নি। ২০০ টাকা বা ৩০০ টাকা গোপনে তুলবার যে অভিযোগ এসেছে তা সম্পুর্ণ মিথ্যে ও ভিত্তিহীন।
প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন বালুরঘাট ব্লকের এই বোল্লা কালীর পুজো। দেবীর পুজোকে কেন্দ্র করে চলে তিনদিনের বিরাট মেলাও। যেখানেই সামিল হন জেলা ও রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশের লক্ষ লক্ষ পুন্যার্থী। যারা প্রত্যেকেই চান দেবীকে সামনে থেকে একবার দর্শন করে মনস্কামনা জানাতে। কিন্তু ইচ্ছে থাকলেও অনেকেরই সেই ইচ্ছে পুরন হয়না। যার কারন একটাই লক্ষ লক্ষ ভিড়ের ঠেলাঠেলি। পুন্যার্থীদের সেই ইচ্ছে পুরন করতেই এবারে বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেয় বোল্লা রক্ষাকালী পুজো কমিটি। বেসরকারি ভাবে কিছু পুরুষ ও মহিলা নিরাপত্তারক্ষী প্রদান করে বিশেষ কিছু সময়ে এই ভি আইপি কার্ডের মাধ্যমে দেবী দর্শনের বন্দোবস্ত করার সিদ্ধান্ত নেয় পুজো কমিটি। যাদের দাবি ছিল প্রায় পাচ হাজার ভি আইপি কার্ড প্রস্তুত করেছে পুজো কমিটি। যার মাধ্যমে পুজোর তিনদিন ভক্তরা বিশেষ ভাবে দেবী দর্শনের সুযোগ পাবে। টাকার পরিমান ধার্য না হলেও ভি আইপি ওই কার্ড যে টাকার বিনিময়ে বিক্রি হবে তা স্পষ্ট করেছিলেন বোল্লা রক্ষাকালী পুজো কমিটির সদস্যরা। যে খবর প্রকাশ্যে আসবার পরেই ভক্তদের ক্ষোভের আগুন আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পুজো কমিটির এধরনের টাকা তুলবার বিরুদ্ধে সকলে একজোট হয়ে সরব হয়ে ধিক্কারও জানায়। আর যারপরেই কিছুটা নড়েচড়ে বসে এই রাস্তা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় বোল্লা রক্ষাকালী পুজো কমিটি। কমিটির দাবি, গ্রামবাসীদের সাথে আলোচনার পরেই এব্যাপারে তারা চুড়ান্ত সিদ্ধান্ত নেন। টাকা দিয়ে ভি আইপি কার্ড বিলির সিদ্ধান্ত থেকে পিছু হটে এসে তারা বিনেপয়সায় কিছু মানুষের হাতে ভি আইপি কার্ড তুলে দিয়েছে। যার মাধ্যমে সুষ্ঠু ভাবে ভক্তরা দেবী দর্শনের সুযোগ পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here