হরিরামপুর: শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে ক্রেতা সুরক্ষা দপ্তরের মেলা উপলক্ষে মাঠ পরিদর্শনে কর্তৃপক্ষ ।শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে
আসন্ন ক্রেতা সুরক্ষা দপ্তরের মেলা উপলক্ষে শুক্রবার দুপুরে হরিরামপুর এ এস ডি এম মাঠ পরিদর্শন করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক তরুণ কান্তি পাইন। আগামী ২৯শে নভেম্বর থেকে শুরু হয়ে এই মেলা চলবে ১লা ডিসেম্বর পর্যন্ত।
এদিন মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের উপসচিব শ্যামল কুমার শ্যাম, হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, জয়েন্ট বিডিও রাজিবুর শেখ, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী , হরিরামপুর ব্লক তৃণমূল নেতা মনোজিৎ দাস, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফিরোজ আলম সহ আরো অনেকেই।
এই মেলায় সাধারণ মানুষের মধ্যে ক্রেতা সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে বলে জানা গেছে। দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্টল ও প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা অধিকারের নানা দিক তুলে ধরা হবে।
বাইট – তরুণ কান্তি পাইন( ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক)
বাইট হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী।


















