নন্দরপুর গ্রাম পঞ্চায়েতের নাগন প্রাথমিক বিদ্যালয় ময়দানে বিরাট আকারে সভা করলো নন্দনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি, মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে সভায় রেকর্ডসংখ্যক ভিড় হল মহিলাদের
শীতল চক্রবর্তী বালুরঘাট ৭ নভেম্বর দক্ষিণ দিনাজপুর। দলীয় সংগঠনকে মজবুত করতে অঞ্চল তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির তরফে বিরাট আকারে কর্মী সভা করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের নাগন প্রাথমিক বিদ্যালয় এর মাঠে এদের এই কর্মী সভা কার্যত জনসভার রূপ নেয়। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল ব্যাপক। অনুষ্ঠানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্র, জেলা পরিষদের মেন্টর তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শংকর সরকার, এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মজুর উদ্দিন মন্ডল ঢলু, নন্দনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এসানোর কবির, নন্দনপুর অঞ্চল তৃণমূল মহিলা সভাপতি বেনজিরা বিবি, জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ফরিদা বিবি, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলার নন্দনপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত। শুক্রবার সংগঠনকে আরো মজবুত করতে উদ্যোগ নিল নন্দনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। স্থানীয় একটি স্কুল মাঠে প্রথমে কর্মী সভা করার কথা থাকলেও তা নন্দনপুর এলাকার মানুষজন কার্যত জনসভায় সেই সভা পরিণত হয় বলে তৃণমূল নেতৃত্বদের দাবি। রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্র বলেন,”দলকে সংগঠন করার জন্যই এমন অনুষ্ঠানের আয়োজন করা। প্রচুর মানুষজনের ভিড় হয়েছিল। সংগঠন এখন বেশ মজবুত নন্দনপুরে।” এলাকার তৃণমূল নেতা তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের শ্রমিক মজিরুদ্দিন মন্ডল ওরফে ঢলু জানিয়েছেন,”মানুষজন তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে।কর্মী সভা জনসভায় পরিণত হয়েছে। ভালো লাগছে মহিলাদের উপস্থিতি এত পরিমানে হয়।” এদিন নন্দনপুরের এই সভাকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল ব্যাপক।

















