৩ দিনব্যাপী মেলা ও কাওয়ালী মোকাবিলা অনুষ্ঠান

0
57

খাজা বাবা চিল্লাখানা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ৩ দিনব্যাপী মেলা ও কাওয়ালী মোকাবিলা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে কুশকারীর ডিঘুয়াপারা এলাকায়।

পাঁচপীর ও খাজা মাইনুন্নিদ্দিন এর চিল্লাখানা ওরফে খাজা বাবা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও করা হয় মেলা ও কাওয়ালী মোকাবিলা নাইট অনুষ্ঠান। প্রতি বছর বাংলা কার্তিক মাসের ১৭ তারিখ সকাল থেকে খাজা বাবার মাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজারকে ফুল দিয়ে সাজানো হয়। এদিন খাজা বাবার কর্ণধার সহ আত্মীয়স্বজনরা একত্রিত হয়ে খাজা বাবার মাজারে চাদোর চড়ানো হয়। জাতিধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে খাজা বাবার মাজারে চাদোর ছড়িয়ে পার্থনা বা দুয়া করে চাদরের উপর টাকা দান করেন বহু মানুষ। জানা গিয়েছে খাজা বাবার মাজারে একাধিক মানুষের করা প্রার্থনা পূরণ হয়েছে বলেই দুর দুরন্ত থেকে বহু মানুষ ছুটে আসে দুয়া(প্রার্থনা) করতে ও এই অনুষ্ঠানে সামিল হতে সঙ্গে কাওয়ালী অনুষ্ঠান দেখতে। এই অনুষ্ঠানে আশপাশের গ্রাম ডিঘুয়াপাড়া, কুশকারী, পঞ্জরিপাড়া, পাথরঘাটা সহ মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গা থেকে কাওয়ালী অনুষ্ঠান দেখতে সামিল হোন, এই ৩ দিন প্রচুর মানুষের সমাগম হয় অনুষ্ঠানে কেন্দ্র করে। ইংরেজি মাসের ৪ তারিখ থেকে ৬ ই নভেম্বর সারারাত ব্যাপী চলবে এই কাওয়ালী অনুষ্ঠান। ৪ তারিখ মঙ্গলবার ও ৫ তারিখ বুধবার দুই রাত কাওয়ালী মুকাবিলায় থাকছেন জি বাংলা বিখ্যাত কাউয়ালদার মুন্না আজাদ। এর সঙ্গে মুকাবিলায় থাকছেন কানপুর থেকে আগত শিবা পারভিন, এই দুই কাউয়ালদারের কম্পিটিশন হবে দেখার মতো। এছাড়াও ৬ তারিখ বৃস্পতিবার রাতে নুরসালাম তাজ এর সঙ্গে কাওয়ালী মুকাবিলায় থাকছেন রুকসানা পারভিন। কাওয়ালী মুকাবিলা অনুষ্ঠানে আশা অতিথিদের পাশাপাশি গ্রামবাসীদের জন্য মঙ্গলবার রাতে খাবারের সু ব্যাবস্থা রয়েছে। এছাড়াও যারা কাজের সুত্রে বাইরে রয়েছেন তাদের কথা মাথায় রেখে আমরা ইউটিউব খাজা বাবা চিল্লা চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান লাইভ দেখানো হবে। সকলকে এই অনুষ্ঠানে আসবার জন্য আহ্বান করা হয়েছে।

এই বিষয়ে কর্ণধার সরফরাজ আলী জানিয়েছেন আমরা প্রতিবছরের মত এবছরও খাজা বাবার মাজারে পুষ্পস্তবক দিয়ে সাজিয়ে চাদর ছড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে। এই অনুষ্ঠানে ৩ দিন ব্যাপি কাওয়ালী প্রতিযোগিতা অনুষ্ঠান চলবে। আমাদের পূর্বপুরুষ এই অনুষ্ঠান করে আসছে তাই আমরাও এই অনুষ্ঠান করে থাকি। এই অনুষ্ঠানে সকলে আসবার জন্য আহ্বান জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here