রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত কৃষকের স্বপ্ন!

0
54

রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত কৃষকের স্বপ্ন! পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হল পাম্পসেট — কান্নায় ভেঙে পড়ল ভাটপাড়া কলাইবাড়ি

বালুরঘাট, ৩০ অক্টোবর ——-রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই আগুনের তান্ডব, মুহূর্তে লাল হয়ে উঠল চারদিক। পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হল কৃষকের পাম্পসেট মেশিন—যা ছিল গ্রামের চাষবাসের একমাত্র ভরসা। যে ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি এলাকায়।

বুধবার ভোরে আগুনে ছাই হওয়া পাম্পসেটের ধ্বংসস্তূপের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন কৃষক অমিয় প্রসাদ সরকারের পরিবার। তার ছেলে আদিত্য সরকারের গলাতেও কান্নার স্বর, “রাতে কিছুই বুঝিনি। সকালে দেখি সব ছাই হয়ে গেছে! কে এমনটা করল জানি না, কারও সঙ্গে কোনো শত্রুতা নেই।”

জানা গেছে, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ির বাসিন্দা পেশায় কৃষক অমিয় প্রসাদ সরকার এলাকার চাষবাসের সুবিধার্থে প্রায় দুবছর আগে জেলাপরিষদকে একটি পাম্পসেট মেশিনের আবেদন জানায়। সেচের সমস্যার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দুবছর আগে একটি সাব মার্শিবল পাম্প বসিয়ে দেয় জেলা পরিষদ। সেই মেশিন দিয়েই কৃষকদের মাঠে জল যেত, ফসল বাঁচত। কিন্তু মঙ্গলবার গভীররাতে অজ্ঞাত দুষ্কৃতিরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় যন্ত্র ও ঘরে। মুহূর্তে ভস্মীভূত হয় চাষের ভরসা। ঘটনা জানিয়ে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষক অমিয় প্রসাদের ছেলে আদিত্য সরকার। যে অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। ঘটনাস্থলে মিলেছে পেট্রোলের গন্ধও।

এদিকে এই ভয়াবহ ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার এলাকায় ছুটে যান দক্ষিণ দিনাজপুর জেলা কিষান খেত মজদুর সংগঠনের সভাপতি সাহেনশা মোল্লা। ক্ষুব্ধ গলায় তিনি বলেন, “এটা নিছক দুর্ঘটনা নয়, কৃষকের জীবিকার উপর আঘাত। অত্যন্ত দু:খজনক ঘটনা ও পরিকল্পিত ঘটনা। প্রশাসনকে আমি অনুরোধ করব দ্রুত ব্যবস্থা নিতে ও দোষীদের গ্রেফতার করতে।”

এখন কলাইবাড়ির মাঠে ধোঁয়ার গন্ধে মিশে আছে হতাশার ছায়া। গ্রামের এক প্রবীণ কৃষক বলেন, “ওই পাম্পসেটটা না থাকলে চাষ থেমে যাবে। আমাদের বাঁচাবে কে?”
আগুনের ছাইয়ে শুধু পুড়ল না একটি মেশিন — ভস্মীভূত হল এক কৃষক পরিবারের পরিশ্রম, আশা আর বেঁচে থাকার বিশ্বাসও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here