বালুরঘাটের বাদামাইলের পুজোয় নস্টালজিয়া আর আধুনিকতার সেতুবন্ধন

0
45

সেকালের খেলা, একালের প্রযুক্তি—বালুরঘাটের বাদামাইলের পুজোয় নস্টালজিয়া আর আধুনিকতার সেতুবন্ধন”

বালুরঘাটের বাদামাইল বিবাদি সংঘের এবারের দুর্গোৎসব যেন সময়ের দুই প্রান্তকে এক সুতোয় বেঁধে দিয়েছে। ৪৮ তম বর্ষে ক্লাবের থিম— ‘সেকালের খেলায় একালের প্রযুক্তি’। মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়ে এক অনন্য সৃজনশৈলী— আগেকার দিনের প্রিয় খেলাগুলি যেমন ঘুড়ি, সাইকেলের টায়ার, সাপলুডো, লাটাই, মার্বেল, পাশাপাশি আজকের প্রজন্মের কম্পিউটার গেমস ও ডিজিটাল খেলাধুলোর প্রতিফলন।

প্রতিমায় দেখা মিলেছে এক অভিনব ভাবনা— ‘শিশু রূপী মাতৃরূপ’। দেবীর মূর্তিতে ফুটে উঠেছে শৈশবের নিষ্পাপতা, যা প্রযুক্তির ছোঁয়ায় ক্রমশ বিলুপ্ত হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে শিল্পী। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব উপকরণ, যা থিমের ভাবনাকে আরও গভীর করেছে।

রবিবার এই পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী সাহেনশা মোল্লা ও ডিএসপি বিক্রম প্রসাদ। ক্লাবের কর্ণধার কৌশিক তালুকদার জানান, “আমরা চেয়েছি পুরোনো দিনের আনন্দ আর আধুনিক যুগের বাস্তবতা—দু’টোকেই এক মঞ্চে আনতে।” উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পুজো মণ্ডপে এখন ভিড় উপচে পড়ছে নস্টালজিয়া আর নতুন প্রজন্মের কৌতূহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here