নারী শক্তি গঙ্গারামপুরের সুভাষ পল্লীতে অবস্থিত সুভাষসেবী ক্লাবের থিমের উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ বিশিষ্টজনেরা
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৯শে নভেম্বর দক্ষিণ দিনাজপুর।১৯তম বর্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সুভাষপল্লীতে অবস্থিত সুভাষসেবী ক্লাবের শ্যামা পূজার উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও চেয়ারম্যান প্রশান্ত মিত্রসহ বিশিষ্টজনেরা। নারী শক্তির থিমকে সামনে রেখে ফ্রেন্ডের প্রতিমা ও আলো শয্যায় চমক দিয়েছে এই ক্লাবের সদস্যরা।পুজো নিয়ে থাকছে তাদের বিশেষ অনুষ্ঠানও। গঙ্গারামপুর পুরসভার সুভাষপল্লীতে অবস্থিত সুভাসসেবী ক্লাবটি সারা বছরই মানুষজনদের জন্য সমাজ সেবামূলক কাজ করে যায়। পাশাপাশি তারা শ্যামা পূজাতেই বিরাট আকারে চমক রাখে। রবিবার সন্ধ্যা একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের 19 তম বর্ষে শ্যামা পূজার নারী শক্তির থিমের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, এখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ কুন্ডু, সমাজসেবী সাবদুল মিত্র,কাঞ্চন সেন, রতন ঘোষ, শংকর সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,”উদ্যোক্তারা যা পুজো উপহার দিয়েছে সত্যি তা প্রশংসনীয়।ধন্যবাদ জানাই তাদের।” সুভাষসেবী ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ বাবু জানিয়েছেন,”নারীশক্তি থিম এবারের শ্যামা পুজোতে তুলে ধরা হয়েছে। নারী শক্তির উদয় হলে সমাজ হবে সচেতন। তোদের উদ্বোধন হয়ে গেল। পুজো নিয়ে থাকবে আমাদের বিশেষ অনুষ্ঠানেও।”