তপন ব্লক তৃণমূল কংগ্রেসের (গঙ্গারামপুর বিধানসভার ) বিজয়া সম্মেলনি অনুষ্ঠিত হল

0
47

তপন ব্লক তৃণমূল কংগ্রেসের (গঙ্গারামপুর বিধানসভার ) বিজয়া সম্মেলনি অনুষ্ঠিত হল। বুধবার বিকেল পাঁচটায় তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বটতলায় বিজয়া সম্মেলনি অনুষ্ঠিত হয়।সেই সঙ্গে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সংস্কৃতিক। অনুষ্ঠান হয়। প্রদীপ প্রজ্জ্বল করে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল।উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস,রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক উজ্জ্বল বসাক,দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শংকর সরকার,জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার,আইএনটিটিইউসি জেলা সভাপতি নামিজুর রহমান,জেলা তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর সভাপতি সাহেনশা মোল্লা,জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্নেহলতা হেমরম,বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (গঙ্গারামপুর বিধানসভা) সমীর রাহা,তৃণমূল নেতা অজয় বর্মন ওরফে সনু সহ আরো অনেকে। এদিনের বিজয়া সম্মেলনি অনুষ্ঠান থেকে এলাকার প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় জমজমাট হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়া সম্মেলনি অনুষ্ঠানে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীর জমায়েত হয়ে ছিল। ভিড় সমাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here