৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১,সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে গঙ্গারামপুর থানায় দিল বিএসএফ, পুলিশ পাঠালে আদালতে
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১২ অক্টোবর, দক্ষিণ দিনাজপুর।সীমান্ত পেরিয়ে মাদক পাচারের আগেই বিএসএফের হাতে ধরা পড়ল এক যুবক। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০ গ্রাম হেরোইন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অশোগ্রাম গ্রাম পঞ্চায়েতের দুমুঠা ফরিদপুর বাসপাড়া সীমান্তবর্তী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আবু তাহের মিঞা (৩৬), বাড়ি ওই সীমান্তবর্তী দুমুঠা এলাকায়। শনিবার গভীর রাতে গোপনে হেরোইন পাচারের চেষ্টা করার সময় তাকে আটক করে বিএসএফ।এরপর জিজ্ঞাসাবাদের পর রবিবার লিখিতভাবে ধৃতকে গঙ্গারামপুর থানার হাতে তুলে দেওয়া হয়।
গঙ্গারামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবারই তাকে মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে,ধৃতকে আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত চলছে।