বাইক-টোটো মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ মাসের শিশু সহ ৫ জন
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১২ অক্টোবর, দক্ষিণ দিনাজপুর:- বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য বুনিয়াদপুরে। রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের সরাইহাট এলাকায় এনএইচ–৫১২ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনায় গুরুতর আহত হন টোটোতে থাকা এক মাসের শিশু সহ একই পরিবারের চারজন ও টোটোচালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন নাহারিন খাতুন (৭), নয়রা খাতুন (১ মাস), তাদের মা নাসরিন খাতুন (২৫), দাদু আব্দুল কুদ্দুস (৫১) এবং টোটোচালক মজিবুর রহমান (৬০)। প্রত্যেকেই হরিরামপুর থানার নাকোর গ্রামের বাসিন্দা। সূত্রের খবর, শিশুকে চিকিৎসকের কাছে দেখাতে দাদু, মা ও দুই নাতনি বুনিয়াদপুর যাচ্ছিলেন টোটোয় চেপে।
পথে সরাইহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বাইক টোটোটিকে সজোরে ধাক্কা মারলে টোটোটি উলটে যায়। ঘটনায় গুরুতর আহত হন সকলেই। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান রশিদপুর গ্রামীণ হাসপাতালে। পরে টোটোচালক মজিবুর রহমান ও আব্দুল কুদ্দুসকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনার পর বাইকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “বাইকটি সরাইহাট থেকে বেরোতে গিয়ে দ্রুত গতিতে টোটোকে ধাক্কা মারে। এরপর টোটোটি উলটে যায়। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।”
আহত দাদু আব্দুল কুদ্দুস জানান, “আমরা ধীরে যাচ্ছিলাম। হঠাৎ দ্রুতগতির বাইক এসে টোটোকে ধাক্কা মারে। শিশুটিকে বাঁচাতে গিয়ে সবাই আহত হয়েছি।”
প্রতিনিয়ত দ্রুত গতির বাইক ও বেপরোয়া টোটোর কারণে এনএইচ–৫১২ জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বেগে।