গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গচিহারে বিজয়ী সম্মিলনী সন্ধ্যা আয়োজন করা হলো। শীতল চক্রবর্তী বালুরঘাট ১২ অক্টোবর দক্ষিণ দিনাজপুর। তৃণমূল সুপ্রিমও মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজয়া সম্মিলনীকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি সুরলা সন্ধ্যা ২০২৫ এর আয়োজন করল। গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে গঙ্গারামপুরের গচিহারে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্র। সুরেলা সন্ধ্যার বিশাল সাংস্কৃতিকে অনুষ্ঠানে বিখ্যাত সংগীত শিল্পী আদিত্য সুব্রত ও রঙ্কিতা চক্রবর্তী গান সকলকে মুগ্ধ করে।সেখানে জেলা তৃণমূলের অন্যতম নেতা তথা গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার, জেলা তৃণমূল নেতা সুব্রত মুখার্জি, কৌশিক সাহা ওরফে হ্যালো, রঞ্জন প্রামানিক ,তুলসীপ্রসাদ চৌধুরী, আনন্দ দাস, বিভিন্ন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সহ জেলার বিভিন্ন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন। বিখ্যাত সঙ্গীত শিল্পীদের গানে এদিন কার্যত বিজয়ী সম্মেলনী অনুষ্ঠান পরিণত হয় এক বিরাট আকারে জনসভায়। ৮থেকে ৮০ সকলের ভিড় যেন উড়তে পড়েছিল।গানে সকলে মুখরিত হন। এবিষয়ে জেলা তৃণমূলের অন্যতম নেতা তথা গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,”দলনেত্রী ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এমন বিজয় সম্মিলির আয়োজন করা হয়েছে। যা সকলেই অনুষ্ঠান দেখে খুশি হয়েছেন।” এদিনের অনুষ্ঠানে ভিড়ও হয়েছিল ব্যাপক।