কালদিঘি পদাতিক ক্লাবের ৪৯তম বর্ষে শ্যামা পূজোর থিম— “আধার শেষে আলো”

0
62

কালদিঘি পদাতিক ক্লাবের ৪৯তম বর্ষে শ্যামা পূজোর থিম— “আধার শেষে আলো”
খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা, থাকছে বিশেষ অনুষ্ঠানও
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১০ অক্টোবরঃদক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের কালদিঘি পদাতিক ক্লাবের ৪৯তম বর্ষের শ্যামা পূজোর থিম— “আধার শেষে আলো”। শুক্রবার খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো প্যান্ডেল তৈরির কাজ। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক আনন্দ দাস, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ বিশিষ্টজনেরা।
‘ধর্ম যার যার, উৎসব সবার’— এই ভাবনাকে সামনে রেখেই সর্বধর্ম মিলনের বার্তা দিতে চলেছে এ বছরের শ্যামা পূজো। উদ্যোক্তাদের দাবি, প্যান্ডেল থেকে প্রতিমা ও আলোকসজ্জা— সর্বত্রই এই থিমের ছোঁয়া থাকবে। পাশাপাশি, শিশু-কিশোরদের বিনোদনের জন্য হাতি, ঘোড়া ও নানা আকর্ষণীয় সাজসজ্জাও দেখা যাবে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিকও তুলে ধরা হবে প্যান্ডেল ও আলোকসজ্জায়।
প্যান্ডেল তৈরির কাজ করছেন মালদার দক্ষ শিল্পীরা।শুক্রবার মঙ্গলঘট পূজো, ঢাকের বাদ্য, পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও মহিলাদের উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয় খুঁটি পূজা।
উপস্থিত ছিলেন দমদমা গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা সরকার, ক্লাব সভাপতি সুরজিৎ সেন পুজো কমিটির সম্পাদক জয়ন্ত দেব,সভাপতি ওয়াহাব আলী, সদস্য সঞ্জিত সরকার, তুষার দাস, ধনঞ্জয় সরকার সহ ক্লাবের বহু সদস্য।
ক্লাব সম্পাদক আনন্দ দাস বলেন,“মানুষকে সেরা পুজো উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। সারা বছর মানুষের পাশে থেকে আমরা কাজ করি, ভবিষ্যতেও তা চালিয়ে যাব। এবছরের পুজোতে থাকছে বিশেষ অনুষ্ঠানও।”
পুজো কমিটির সভাপতি ওয়াহাব আলী জানান,
“ধর্ম যার যার, উৎসব সবার,এই স্লোগানেই আমরা প্রতিবছর মিলিতভাবে শ্যামা পূজো উদযাপন করি এবং আগামী দিনেও এই ঐক্যের বন্ধন অটুট রাখব।”
স্থানীয় দমদমা গ্রাম পঞ্চায়েত প্রধান লিপিকা সরকার বলেন,“আমি প্রধান হওয়ার আগেও এই ক্লাবের পুজোতে অংশগ্রহণ করতাম। সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুরোধ করবো— সবাই যেন এই বছরের প্রতিমা ও প্যান্ডেল দেখতে আসেন।”
জেলার অন্যতম জনপ্রিয় এই শ্যামা পূজো প্রতি বছরই দর্শনার্থীদের আকর্ষণ করে। এবছরও কালদিঘি পদাতিক ক্লাবের শ্যামা পূজো যে জেলার সেরাদের মধ্যে স্থান করে নেবে, তা বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here