পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে গঙ্গারামপুর হাইস্কুল পাড়া চৈতালি ক্লাব এন্ড লাইব্রেরীর দুর্গাপূজা বিশেষ আকর্ষণ

0
114

পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে গঙ্গারামপুর হাইস্কুল পাড়া চৈতালি ক্লাব এন্ড লাইব্রেরীর দুর্গাপূজা বিশেষ আকর্ষণ,প্রতিমার হাতে অস্ত্র নয় রয়েছে ফুল
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ২৪ সেপ্টেম্বর।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে সামনে রেখেই পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বিশেষ থিমে পুজোর আয়োজন করেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাইস্কুল পাড়ার চৈতালি ক্লাব এন্ড লাইব্রেরী।এবছর তাদের পুজো ৬৯তম বর্ষে পদার্পণ করেছে।থিমের নাম রাখা হয়েছে “অবক্ষয়”,যেখানে তুলে ধরা হয়েছে তিনটি দিক— সামাজিক অবক্ষয়, প্রাকৃতিক অবক্ষয় ও মানবিক অবক্ষয়।স্থানীয় শিল্পী বিক্রম মজুমদারের পরিকল্পনায় এই থিম বাস্তবায়িত হয়েছে।
বিশেষ চমক দেখা যাবে প্রতিমায়।দেবীর হাতে থাকবে না অস্ত্র, বরং থাকবে ফুল— যা প্রতীকীভাবে শান্তি ও মানবিকতার বার্তা বহন করছে। থিমের সঙ্গে সাযুজ্য রেখেই প্রতিমা তৈরি করা হয়েছে।পাশাপাশি থাকছে আকর্ষণীয় আলোর সজ্জা।
ক্লাব সদস্য , প্যান্ডেল শিল্পীদের মতে, “শারদ উৎসবের মধ্য দিয়েই সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই আমরা।আমাদের পুজো মানুষের আকর্ষণ কেড়ে নেবে বলেই বিশ্বাস।”
শুধু পুজোতেই নয়,সারা বছর ধরে সমাজসেবামূলক কার্যকলাপে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে চৈতালি ক্লাব এন্ড লাইব্রেরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here