৪৬ তম বর্ষে রাজস্থানের শিল্প ভাবনায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা গঙ্গারামপুরে চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবের

0
62

৪৬ তম বর্ষে রাজস্থানের শিল্প ভাবনায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা গঙ্গারামপুরে চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবের
শীতল চক্রবর্তী, বালুরঘাট ২৩ সেপ্টেম্বর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের রাজিবপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, যার পরিচালনায় থাকে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব।এবছর তাদের দুর্গোৎসবের ৪৬তম বর্ষে পদার্পণ করেছে।এবারের থিমে তারা তুলে ধরেছে রাজস্থানের শিল্প ভাবনার স্পর্শ,যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তাই মুখ্য।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজস্থানের রাজপ্রাসাদের স্থাপত্য, ভারতীয় ও পারস্য শিল্পকলার মেলবন্ধন এবং রাজকীয় শিল্পরূপকে প্যান্ডেলের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে।তমলুকের শিল্পী টোটন মালি প্যান্ডেল নির্মাণের দায়িত্বে আছেন, আর আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন চন্দননগরের শিল্পীরা। প্রতিমাতেও রয়েছে বিরাট চমক।
ক্লাবের অন্যতম সদস্য সনদ বাবু বলেন,“আমরা সবসময়ই অন্য রকম ভাবনার প্যান্ডেল, প্রতিমা ও আলোকসজ্জা দর্শনার্থীদের উপহার দেওয়ার চেষ্টা করি। কলকাতার নানা পূজোর মতোই এখানে আমরা সেই আবহ তৈরি করেছি। দর্শনার্থীরা আমাদের পূজোতে এসে খুশি হবেন,এটাই আমাদের বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here