ইউনিয়ন নেই, তবু কেন ইউনিয়ন ফি! প্রতিবাদে ছাত্র বিক্ষোভে উত্তাল বালুরঘাট কলেজ চত্বর

0
126

বালুরঘাট, ২৩ সেপ্টেম্বর ——–আদালতের নির্দেশে কলেজে ইউনিয়ন নেই। অথচ ভর্তি ফি-র তালিকায় এখনও জ্বলজ্বল করছে ‘ইউনিয়ন ফান্ড’—এই অভিযোগ ঘিরেই মঙ্গলবার উত্তাল হয়ে উঠল বালুরঘাট কোয়েড কলেজ। সকাল থেকে পড়ুয়াদের একাংশ বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।

অভিযোগ, চলতি বছরের ২৪ অগস্ট কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ফি কাঠামোয় প্রত্যেক বিভাগের জন্য ৪০০ টাকা করে ‘ইউনিয়ন ফান্ড’ ধার্য করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী ইউনিয়ন কার্যত বন্ধ হলেও ফি-র তালিকায় তার উল্লেখ কেন, তা নিয়েই তুমুল প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। তাদের দাবি, এই টাকা বেআইনিভাবে আদায় করা হচ্ছে।

রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের ছাত্রী অঙ্কিতা মন্ডল অভিযোগ করেন, “হাইকোর্টের নির্দেশে ইউনিয়ন নেই। তবুও ৪০০ টাকা ফান্ড নেওয়া হচ্ছে। আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে অধ্যক্ষের কাছে জমা দিতে গিয়েছিলাম। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা আমাদের চিঠি কেড়ে নিয়ে থুতু দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়।”

অভিযোগকারীদের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা হুমকি দিয়ে আন্দোলন ঠেকানোর চেষ্টা করছে। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত প্রলয় দাসের পাল্টা অভিযোগ, “এসএফআই কর্মীরা জোরপূর্বক মেয়েদের নম্বর সংগ্রহ করছিল। এতে অপব্যবহারের আশঙ্কা ছিল।” তাঁর বক্তব্য, “ইউনিয়ন ফি না নেওয়ার বিষয়টি কলেজের পরিচালন কমিটি বিবেচনা করবে।”

তবে পড়ুয়াদের অভিযোগে সমর্থন জানিয়েছেন এসএফআই-এর বালুরঘাট লোকাল কমিটির সম্পাদক অমন দাস। তাঁর দাবি, “ইউনিয়ন ফান্ডের টাকা দিয়ে ভেতরে ভেতরে মোচ্ছব চলছে। টিএমসিপি-র গুন্ডারা পড়ুয়াদের অভিযোগ পত্র ছিঁড়ে ফেলে দিয়েছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা এই বেআইনি ফি বন্ধ করতে কলেজ কর্তৃপক্ষকে বাধ্য করব।”

যদিও কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, ‘ইউনিয়ন ফান্ড’ মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার জন্য বরাদ্দ করা হয়। তবে কেন আদালতের নির্দেশ অমান্য করে এর ধারাবাহিকতা রাখা হচ্ছে, সে প্রশ্নের জবাবে মুখ খোলেননি অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু।

মঙ্গলবারের এই ঘটনা নিয়ে সাধারণ পড়ুয়াদের এখন একটাই প্রশ্ন—যখন ইউনিয়নই নেই, তখন ‘ইউনিয়ন ফি’-র নামে টাকা নেওয়া হচ্ছে কেন? ঠিক এই প্রশ্নকেই কেন্দ্র করেই এদিন বালুরঘাট কলেজ চত্বরে তৈরি হল তুমুল গণ্ডগোল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here