করণদিঘী ব্লক সার্বজনীন দূর্গা পূজো ,টুঙ্গিদিঘী MLA মাঠে ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0
134

করণদিঘী ব্লক সার্বজনীন দূর্গা পূজো ,টুঙ্গিদিঘী MLA মাঠে ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও করণদিঘী ব্লকের ৫৮ টি পুজো কমিটির হাতে চেক তুলে দিলেন, এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল,আইসি সঞ্জয় ঘোষ,বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী,এস আই রনজিত মন্ডল,জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায়, আব্দুল রহিম সহ পুজো উদ্যোতারা, বিধায়ক গৌতম পাল জানিয়েছেন প্রতিবছর মতো এবছরের ও দুর্গাপুজোর উদ্ধোধন করলেন রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি টুঙ্গিদিঘী পুজো উদ্ধোধন করেন, রাজ্য সহ জেলা বাসীকে শারদীয়া দুর্গোৎসব শুভেচ্ছা বার্তা সকলের পুজো ভালো ভাবে কাটুক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here