বালুরঘাট, ২১ সেপ্টেম্বর —– একশো বছরের ঐতিহ্য আর উদ্দীপনা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দক্ষিণ দিনাজপুর জেলা শাখা রবিবার বিকেলে আয়োজন করল মনোমুগ্ধকর পথসঞ্চালনা। প্রাচ্য ভারতী এলাকা থেকে শুরু হওয়া এই আয়োজন শহরের বিভিন্ন রাস্তাকে রঙিন উৎসবে পরিণত করল। সুশৃঙ্খল, সাজানো আরএসএস সদস্যরা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও দৃঢ় একাগ্রতায় পথ চলার প্রতিটি মুহূর্তকে দেখার যোগ্য করে তুললেন।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রচার প্রধান পীযূষ কান্তি সরকার বলেন, “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে এটি প্রথম পদক্ষেপ। মোট সাতটি কার্যক্রমের মধ্যে এটি একটি। শারীরিক প্রশিক্ষণ থেকে শুরু করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যন্ত পরিকল্পনা করা হয়েছে।”
শহরের মানুষ উৎসাহের সঙ্গে পথসঞ্চালনা উপভোগ করলেন। ছোটো থেকে বড়, সবার চোখে উজ্জ্বল আগ্রহ, বুকের মধ্যে গর্ব—এভাবেই প্রাণবন্ত হয়ে উঠল প্রাচ্য ভারতী এলাকা।
এদিনের রঙিন দৃশ্য শুধু সংখ্যা নয়, ঐতিহ্যের শক্তি, সংহতি আর সমাজে সক্রিয় উপস্থিতির প্রতীক। আগামী সপ্তাহগুলোতে আরও ছয়টি কর্মসূচি জেলা জুড়ে অনুষ্ঠিত হবে, যা এই একশো বছরের যাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলবে।