ট্রেনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য! শিয়ালদহ-বালুরঘাট গামী ট্রেন থেকে উদ্ধার ১৪৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ
বালুরঘাট, ২১ সেপ্টেম্বর —– ট্রেনের জেনারেল কামরা থেকে পরিত্যক্ত ব্যাগ ঘিরে ব্যাপক আতঙ্ক। শেষ পর্যন্ত আরপিএফের তৎপরতায় ফাঁস হল সীমান্তে মাদক পাচারের অভিনব কৌশল। শিয়ালদহ-বালুরঘাটগামী ট্রেন থেকে উদ্ধার হয়েছে ১৪৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ট্রেনটি বালুরঘাটে পৌঁছনোর পর নিয়মিত তল্লাশির সময় আরপিএফের নজরে আসে জেনারেল কামরায় রাখা সন্দেহজনক একটি ব্যাগ। যা খুলতেই চক্ষু চড়কগাছ! একাধিক বোতল নিষিদ্ধ কফ সিরাপ সাজানো অবস্থায়। সঙ্গে সঙ্গে উদ্ধার সামগ্রী বালুরঘাট জিআরপি থানার হাতে তুলে দেন রেল পুলিশ।
প্রাথমিক তদন্তে অনুমান, সীমান্তে পাচারের উদ্দেশ্যে গোপনে আনা হচ্ছিল ওই ফেন্সিডিল। পাচারকারীরা পুলিশের চোখ এড়াতে ট্রেনের জেনারেল কামরাকে টার্গেট করেছিল। তবে শেষমেশ আরপিএফের সতর্কতায় ব্যর্থ হল কারবারিদের কৌশল।
বালুরঘাট জিআরপি থানার ওসি রতন সরকার জানিয়েছেন, “শিয়ালদহ-বালুরঘাটগামী ট্রেন থেকেই ১৪৫ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়েছে। সীমান্তে পাচারের উদ্দেশ্যেই এগুলি আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান।”
রেল পুলিশ সূত্রে খবর, কে বা কারা ওই ব্যাগ ফেলে গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় মাদক পাচারচক্রের সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।