দুর্গাপূজা উপলক্ষে ঢাকিদের প্রস্তুতি তুঙ্গে

0
80

ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন।হ্যা হাতে আর কয়েকদিন তার পরেই বাঙালির প্রানের উৎসব দূর্গা পূজা।প্রতিটি পূজা মন্ডপে মন্ডপে দুই কাটি বোলে অর্থাৎ ঢাকির বোলে নেচে উঠবে আট থেকে আশি সব বয়সের লোকেরা।এখন চার পাশ জুড়ে দূর্গা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। পিছিয়ে নেই ঢাকি পাড়ায় ঢাকিরাও।দুর্গাপূজা উপলক্ষে ঢাকিদের জীবন ও কর্মে ব্যাপক ব্যস্ততা দেখা যায়। এই সময়ে, তারা ঢাক সারাই এবং প্রস্তুত করতে ব্যস্ত থাকে, কারণ দুর্গাপূজার মূল আকর্ষণই হলো ঢাকের শব্দ, যা ছাড়া এই উৎসব অসম্পূর্ণ থেকে যায়। এমনি চিত্র দেখা গেলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের হসপিটাল পাড়ায়।এখান ঢাকিরা নিজেদের ঢাক সংস্কার করে নিচ্ছে।ঢাকি ও তাদের পরিবারের লোকেদের আক্ষেপ পূজার সময় যখন আর পাচটা মানুষ নিজেদের পরিবারের কাছে আসে বাইরে থেকে তখন পূজার কয়টা দিন তারা বার্তি রোজগারের আশায় পরিবার থেকে দূরে গিয়ে ঢাক বাজিয়ে অন্যদের আনন্দ বিতরণ করে।কিন্তু নিজেদের মন ভরাক্রান্ত থাকে।বিভিন্ন সময়ে প্রশাসনের দারস্ত হলেও তাদের মিলেনা শিল্পী ভাতাও। কারণ ঢাক বাজিয়ে যতটুকু উপার্যন হয় তাতে কিছুই হয় না, যদি শিল্পী ভাতা হয় তালে অনেকটা সুবিধা হতো।সব দু:খ কন্ট মনে রেখেই আবারো একটু বার্তি উপার্যনের আশায় ঢাকি পাড়ায় প্রস্তুতি শুরু হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here