রাতের অন্ধকারে চিঙ্গিশপুর সীমান্তে বিএসএফের তাণ্ডব! উৎসবের মাঝেই রক্ত ঝরল শিয়ালায়

0
410

বালুরঘাট, ১৮ সেপ্টেম্বর ——–রাতের অন্ধকারে সীমান্তে বিএসএফের তান্ডব! বেধড়ক মারধর গ্রামবাসীকে। দক্ষিণ দিনাজপুরের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের শিয়ালা সীমান্ত গ্রামে বুধবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বিশ্বকর্ম্মা পুজোর আনন্দে মেতে থাকা গ্রামবাসীদের উপর আচমকাই বেধড়ক মারধর চালায় ১২৩ বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। ঘটনায় গুরুতর জখম হন একাধিক গ্রামবাসী। রাতারাতি থমকে যায় পুজোর আনন্দ, ছড়িয়ে পড়ে প্রবল উত্তেজনা।

স্থানীয় বাসিন্দা কালু মাহাত জানান, “রাত ন’টার সময়ে পুজো দেখে বাড়ি ফিরছিলাম। হঠাৎই কয়েকজন বিএসএফ জওয়ান এসে কোনও কারণ ছাড়াই আমাদের মারধর শুরু করে। কিছু বোঝার আগেই রক্তাক্ত হয়ে পড়ি।” তাঁর দাবি, সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়।

চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তনুশ্রী পাহান অভিযোগ তোলেন, “ক’দিন আগে এলাকায় ফেন্সিডিল উদ্ধারের পর থেকেই উত্তেজিত হয়ে রয়েছে বিএসএফ। তার জেরেই সাধারণ নিরীহ মানুষকে লক্ষ্য করে এ ভাবে মারধর করছে তারা। বুধবার রাতে অন্তত কয়েকজন আহত হয়েছেন। আমরা প্রশাসনের দ্বারস্থ হব।”

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। উত্তেজিত জনতা রাতভর রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ।

সীমান্তে বারবার এমন ঘটনার জেরে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। তাঁদের প্রশ্ন—সীমান্ত রক্ষার নামে নিরীহ গ্রামবাসীর উপর কেন এই তাণ্ডব? বিএসএফের পক্ষ থেকে অবশ্য এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে রাতারাতি উৎসবের আনন্দ ম্লান করে দিয়েছে রক্তাক্ত শিয়ালা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here