এমএলএ কাপ আর্ম রেসলিং চাম্পিয়ন সিপে প্রতিযোগী ইটাহারের বিডিও

0
131

সরকারি কাজের পাশাপাশি এবার এমএলএ কাপ আর্ম রেসলিং চাম্পিয়ন সিপে প্রতিযোগী ইটাহারের বিডিও দিব্যন্দু সরকার। পাশাপাশি এই মঞ্চে মুখোমুখি পাঞ্জা লড়তে দেখা যায় বিধায়ক ও বিডিওকেও। ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে এমএলএ কাপ আর্ম রেসলিং প্রতিযোগিতার আয়োজন করেন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন। ইটাহার তথা জেলায় এই প্রথম অনুষ্ঠিত হল আর্ম রেসলিং চাম্পিয়নসিপ। প্রতিযোগিরা অনলাইনে আবেদন করে উত্তর দিনাজপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ৫০ জন প্রতিযোগি। প্রতিযোগিতাটি মূলত ৬০, ৭০, ৮০ ও ৮০ কেজি সিনিয়ার বিভাগে ভাগ করা হয়। এই প্রতিযোগীতায় অন্যদের সঙ্গে অংশ নেন খোদ ইটাহারের বিডিও। তবে সমস্ত বিভাগে মিলিয়ে চাম্পিয়ন অফ চাম্পিয়ন হন কোচবিহারের রেহান প্রধান এবং ৮০ কেজি সিনিয়ার বিভাগে জয়ী হন বিডিও দিব্যেন্দু সরকার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার, আইসি সুকুমার ঘোষ, রাজ্য আর্ম রেসলিং সংগঠনের সাধারণ সম্পাদক স্মৃতিময় দাস সহ অন্যরা। এদিনের স্থানাধিকারিদের হাতে স্মারক, ট্রফি, আর্থিক পুরস্কার ও সংশাপত্র তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here