ফতেপুরে মর্মান্তিক করুণ পরিণতি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

0
75

ফতেপুরে মর্মান্তিক করুণ পরিণতি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

বালুরঘাট, ১৫ সেপ্টেম্বর —— পরীক্ষার সকাল পরিণত হল শোকের কালো ছায়ায়। বালুরঘাটের ফতেপুরে সোমবার অকাল মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। সবে মাত্র জীবনের প্রথম বড় পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়েছিল রাজদীপ রায় (১৫)। কিন্তু পরীক্ষার খাতা ধরার আগেই স্নানঘরেই শেষ হল তার জীবনযাত্রা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পরীক্ষার প্রস্তুতি সেরে স্নান করতে গিয়েছিল রাজদীপ। সেই সময় বাড়ির জলের মোটর চালু ছিল। হঠাৎ অসাবধানতাবশত মোটরে হাত পড়তেই প্রবল বিদ্যুৎ স্পৃষ্ট হয় সে। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন কিশোর। পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক রাজদীপকে মৃত বলে ঘোষণা করেন।

যে খবর ছড়াতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, রাজদীপ পড়াশোনায় মনোযোগী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল নয়। তবু ছেলের উচ্চশিক্ষার স্বপ্ন দেখছিলেন বাবা-মা। সেই স্বপ্নই ভেঙে চুরমার হল পরীক্ষার দিন সকালেই। এদিন যে ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা ফতেপুর।

পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বালুরঘাট পুলিশ মর্গে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থেকেই ঘটে গেছে এই দুর্ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here