লোকেশন:- কোচবিহার
কোচবিহার:- ইন্সুরেন্স কোম্পানির নাম করে প্রায় ৮৭ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করলো কোচবিহার সাইবার ক্রাইম থানার পুলিশ । গ্রেফতার ব্যক্তির নাম সঞ্জয় কুমার ধর বাড়ি উত্তর চৌবিস পরগনা মোহনপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার সাইবার থানায় 2022 ও 2024 দুটি ইন্সুরেন্স কোম্পানির নাম করে প্রতারণা ঘটনার অভিযোগ ছিল । সেই ঘটনার তদন্ত নেমে পুলিশ ২০২৪ সালে অক্টোবর মাসে সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ জমা পড়ে। যেখানে একটি ইন্সুরেন্স কোম্পানির নাম করে ওই ব্যক্তি কে বলা হয় তার এক কোটি ২৯ লক্ষ টাকা ক্লেম রয়েছে । সেটা করে ওই ব্যক্তির কাছ থেকে ৮৭ লক্ষ টাকা তছরুপ করা হয় । তদন্তে নেমে দেখা যায় ২০২২ সালে এমন একটি ঘটনায় ৩ লক্ষ ৫৩ হাজার টাকা তুলে নেয় ।ঘটনার তদন্তে নেমে পুলিশ সঞ্জয় কুমার ধর কে গ্রেফতার করে ।এই ব্যক্তির প্যান কার্ড থেকে শুরু করে ব্যাংক একাউন্ট মাধ্যমে কাজগুলো হয়েছে । এ ধরনের একাধিক বিষয় রয়েছে এর বিরুদ্ধে । জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে জিঞ্জাসা বাদ করে না তদন্ত করা হবে।