পুজোর মুখে রহস্যজনকভাবে উধাও ডেকোরেটার সংস্থা।
মাথায় হাত মালদার ইংরেজ বাজারের বেশ কয়েকটি পূজো কমিটির। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো।
মালদার ইংরেজবাজারের কল্যাণ সমিতি বিগ বাজেটের পুজো, কারা বরাত দিয়েছিলেন কলকাতার, সুদীপ্ত পাল বলে এক ডেকোরেটার ব্যবসায়ীকে। তাদের অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উধাও ওই ডেকোরেটার ব্যবসায়ী এবং তার কর্মীরা। যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানে হোটেলও ছেড়ে দিয়েছে তারা। ফোনের সুইচ অফ।
কি পরিস্থিতিতে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের।
একই সমস্যায় মালদার দিলীপ স্মৃতি সংঘ ও হিমালয় সংঘের। তারাও সুদীপ্ত পালকে প্যান্ডেলের বরাত দিয়েছিলেন। এই পরিস্থিতিতে কিভাবে প্যান্ডেল শেষ করবে তা নিয়ে সমস্যায় পড়েছে পুজো কমিটি গুলি। বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই পরিস্থিতি আমিও ডেকোরেটর দের কাছে সাহায্য চেয়েছে এই পুজো কমিটি গুলি।