পুজোর আগেই গ্রামে গ্রামে চালু হচ্ছে ‘দুয়ারে ডাক্তার’!

0
136

পুজোর আগেই গ্রামে গ্রামে চালু হচ্ছে ‘দুয়ারে ডাক্তার’! দক্ষিণ দিনাজপুরে পথে নামছে ৫ টি ভ্রাম্যমাণ ভ্যান, শহরের মতোই স্বাস্থ্য পরিষেবা পৌঁছাবে এবার প্রত্যন্ত গ্রামে

বালুরঘাট, ১২ সেপ্টেম্বর ——- পুজোর আগে গ্রামবাংলার মানুষের জন্য রাজ্য সরকারের বড় উপহার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার রাজ্যজুড়ে চালু হচ্ছে অভিনব প্রকল্প—‘দুয়ারে ডাক্তার’। শহরের হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রের ভিড় নয়, চিকিৎসা এবার পৌঁছে যাবে প্রত্যন্ত গ্রামের দোরগোড়ায়। দক্ষিণ দিনাজপুরে নামছে ৫টি ভ্রাম্যমাণ মেডিকেল ভ্যান।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রতিটি ভ্যানে থাকবেন মেডিকেল অফিসার, নার্সিং স্টাফ, টেকনিশিয়ান, আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা। সঙ্গে থাকবে টেলিমেডিসিন পরিষেবার বিশেষ ব্যবস্থা। ফলে গ্রামের মানুষ আর দূর শহরে ছুটে গিয়ে লাইনে দাঁড়ানো ছাড়াই পাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।

তবে শুধু দক্ষিণ দিনাজপুর নয়, রাজ্যজুড়ে শুরু হচ্ছে ২০১টি ভ্রাম্যমাণ ভ্যান। সীমান্ত সংলগ্ন, দুর্গম ও প্রান্তিক গ্রামাঞ্চল যেখানে চিকিৎসার সুযোগ এতদিন নাগালের বাইরে ছিল, সেখানেই এই ভ্যান হয়ে উঠবে মানুষের আশার আলো। ভ্রাম্যমাণ এই মোবাইল ভ্যান থেকেই রোগীরা পাবেন যাবতীয় চিকিৎসার সুবিধা।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস বলেন, “মুখ্যমন্ত্রীর ভাবনা থেকেই রাজ্যে চালু হচ্ছে এই যুগান্তকারী পরিষেবা। আমাদের জেলায় আপাতত আসছে ৫টি ভ্রাম্যমাণ ভ্যান। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, আশাকর্মী—সবাই একসঙ্গে কাজ করবেন। উদ্দেশ্য একটাই, প্রত্যন্ত এলাকার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া স্বাস্থ্য পরিষেবা।”

‘দুয়ারে ডাক্তার’ নামে এই চিকিৎসা পরিষেবা গ্রামে গ্রামে পৌঁছাবার খবর শুনেই ইতিমধ্যেই খুশির আলোতে ভাসতে শুরু করেছে প্রত্যন্ত এলাকার মানুষেরা। বাসিন্দাদের কথায়, পুজোর আগে এই পরিষেবা চালু হলে সত্যিই মিলবে বাড়তি নিশ্চিন্তি। ছোটখাটো অসুখ বা নিয়মিত পরীক্ষার জন্য আর মাইলের পর মাইল ছুটতে হবে না তাদের।

‘দুয়ারে রেশন’, ‘দুয়ারে সরকার’-এর সাফল্যের পর এবার ‘দুয়ারে ডাক্তার’। এক কথায়, উৎসবের মরসুমের আগেই রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রীর এই উপহার যেন এক নতুন স্বাস্থ্যসাথী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here