সিএসপির আড়ালে চলছে এই প্রতারণার কারবার!সরকারি ভাতায় বড়সড় জালিয়াতির অভিযোগ উঠেছে মালদায়।

0
35

মালদা:-সিএসপির আড়ালে চলছে এই প্রতারণার কারবার!সরকারি ভাতায় বড়সড় জালিয়াতির অভিযোগ উঠেছে মালদায়। আধার কার্ড তৈরি নামে নথি নিয়ে নুতুন অ্যাকাউন্ট তৈরি করে এরপর সেই একাউন্টে বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হতেই টাকা উধাও।চল্লিশোর্ধ্ব মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে ঢুকছে ভাতার টাকা। ঘটনা সামনে আসতেই বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের। যদিও এই ঘটনায় প্রতারক ব্যাক্তিকে ধরা হলে তিনি এলাকা ছেড়ে চম্পট দেন। প্রতারণা চক্রের ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া দুই নং ব্লকের শ্রীপুর ১ পঞ্চায়েতের কুচিনা গ্রামে।
মালদার মাগুরা বাঁধ রোড এলাকায় ব্যাংকের ‌সি এস পির আড়ালে চলছে এই প্রতারণার কারবার।জাকির শরীফ নামে এক ব্যক্তি এই প্রতারণার মাস্টারমাইন্ড বলে অভিযোগ গ্রামবাসীদের।স্থানীয়দের আধার কার্ড তৈরি এবং সংশোধনের নাম করে দীর্ঘদিন ধরে এই প্রতারণার কারবার চালাচ্ছেন তিনি। অভিযোগাকরীদের মধ্যে রোজিনা বিবি, আবদুল বারীরা গিয়েছিলেন আধার কার্ড সংশোধন করতে। ওই দোকানের মালিক তাঁদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড,ব্যাংক অ্যাকাউন্ট সহ নিয়ে বিভিন্ন নথি নেয়। নেওয়া হয় উপভোক্তার ফিঙ্গার প্রিন্ট। এরপর এক উপভোক্তা কদিন পর জানতে পারেন তার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে। সেই টাকা ক্রেডিট হওয়া মাত্রই উধাও।বিষয়টি নিয়ে তাঁরা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকেই জাকির শরীফ অভিযোগকারীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি।আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।


জেলা বিজেপি নেতা অভিষেক সিঙ্গানীয়া বলেন,এই তৃণমুল সরকারের আমলে পশ্চিমবঙ্গ দূর্নীতির আঁতুর ঘর হয়েছে। বৃদ্ধ ভাতার টাকা কিছু অসাধু লোক প্রশাসন ও সিএসপির মালিকদের সঙ্গে নিয়ে আঁধার কার্ড সংশোধনের নামে নিজেদের নাম ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারনা করেছে। বিডিওকে বার বার জানালেও কোন ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের মদত ছাড়া এটা করা সম্ভব নয়।


জেলা তৃণমুল সহ সভাপতি শুভময় বসু বলেন, জালিয়াত তো সব জায়গায় রয়েছে। আর জালিয়াতি যারা করছে এ বিষয়ে সরকার খুব কঠোর। বিডিও তদন্ত করছেন তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। সরকারি ভাতা নিয়ে এই সিস্টেমটা যারা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here