আলিপুরদুয়ার:-প্রবল বৃষ্টিতে ধসে গিয়েছিল আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি হয়ে এশিয়ান হাইওয়েগামী কানেকটিং সড়কের প্রায় পঞ্চাশ মিটার অংশ । এরপর এ নিয়ে একাধিকবার প্রশাসনের দরজায় কড়া নারলেও, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। তারা জানান, এখনও তা মেরামত না হওয়ায় সড়কের আরও ১৫ মিটার অংশ ধসে গিয়েছে।ফলে সেই রাস্তা দিয়ে প্রায় বন্ধ যান চলাচল। বড় গাড়ি চলাচল করতে পারেনা ভাঙ্গা সড়কের এক পাশ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতাযাত করছে বাসিন্দারা । গাড়ি প্রায় পাঁচ কিলোমিটার ঘুরপথে চলছে যাতায়াত।চরম সমস্যার সম্মুখীন বাসিন্দারা। বাসিন্দাদের কথায়, গত মে মাসের শেষের দিকে প্রবল বর্ষণে ধসে গিয়েছিল এই গোপালবাহাদুর বস্তির গ্ৰামীণ সড়কের প্রায় ৫০ মিটারের কাছাকাছি অংশ। দায়িত্বপ্রাপ্ত সংস্থা পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন দফতরের তরফে তা মেরামতের আশ্বাস মিললেও এখনও কাজ শুরু হয়নি। বাসিন্দাদের দাবি, কাজ শুরু না হওয়ায় সম্প্রতি বৃষ্টিতে সড়কের আরও ১৫ মিটার অংশ ধসে গিয়েছে।বর্তমানে বন্ধ সেই সড়ক দিয়ে যানচলাচল। বর্তমানে জরুরী পর্যায়ে দমকল ও অ্যাম্বুলেন্স এর মতো গাড়ি প্রবেশেরও জায়গা নেই বলে দাবি বাসিন্দাদের।এই সড়কের পাশেই রয়েছে চা বাগানের নর্দমা, সেখানে কোনো বাঁধ না থাকায়, বৃষ্টিতে প্রবল স্রোতে সেই জল নর্দমা দিয়ে যায় এবং সেই জলে সড়কের নিচের মাটি সরে গিয়ে ওই গোপালবাহাদুরবস্তির সড়ক।ধসে গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। সড়ক ভাঙ্গা থাকায় এখন ওবধি অনেক দুর্ঘটনা ঘটেছে। শীঘ্র সড়ক নির্মাণ দাবি জানিয়েছে বাসিন্দারা
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার প্রবল বৃষ্টিতে ধসে গিয়েছিল আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি হয়ে এশিয়ান হাইওয়েগামী কানেকটিং...