বন্ধ হয়ে যাওয়া জমিদার জগবন্ধু মোদকের আমলের দশ ভূজার পূজো, পাড়ার এক গৃহবধূর ভরে মায়ের আদেশ পেয়ে প্রায় ৪০০ বছরের বেশি পুরানো শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের থানা পাড়ায়।

0
49

উত্তর দিনাজপুর:-বন্ধ হয়ে যাওয়া জমিদার জগবন্ধু মোদকের আমলের দশ ভূজার পূজো, পাড়ার এক গৃহবধূর ভরে মায়ের আদেশ পেয়ে প্রায় ৪০০ বছরের বেশি পুরানো শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের থানা পাড়ায়। থানা পাড়ার চার শতাধিক বেশি বছরের পুরানো মন্দির তৈরি করেছিলেন জগবন্ধু মোদকের পূর্বপুরুষেরা।চুন সুরকি দিয়ে তৈরি মন্দিরের দেওয়ালে মন্দির স্থাপনের ইতিবৃত্ত লেখা থাকলেও আজ পর্যন্ত কেউ, লেখা তা বুঝে উঠতে সক্ষম হননি ।আগে এই মন্দিরের দুর্গা পুজায় সময় মা চণ্ডীর রুপে দূর্গা আরাধনায় মেতে উঠতেন কালিয়াগঞ্জের সাধারণ মানুষ জন। ভোগ বিতরণ সহ পাঁঠাবলি ও বিশাল মেলার আয়োজন দেখতে দূরদূরান্ত থেকে গরুর গাড়ি করে এখানে প্রচুর মানুষের আসত । সময়ের পাট পরিবর্তনে আজ সবই অতিত। আজ আর কিছুই নেই। এখানকার দূর্গার বেশেষত এক চালার দেবীর মূর্তি হলেও লক্ষ্মী ও সরস্বতী ঠিক যায়গায় থালেও এবং গণেশ ও কার্তিক স্থানটি ডানের যায়গায় বায়ে রয়েছে। চুন সুরকীর তৈরি চার চালার মন্দিরের গাঁ ঘেঁষে বর্তমানে গজিয় ওঠা পাকুড় গাছের শিকড়ে পাঁচির ফাটিয়ে মন্দিরের জরাজীর্ণ অবস্থা জরিয়ে রয়েছে। লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মন্দিরের চারিদিকে গজিয়ে উঠেছে প্রচুর জনবসতি। বেশ কয়েক বছর ধরে মন্দির চত্বরে এলাকার মানুষ ফেলতে শুরু করেছিল তাঁদের বাড়ির বর্জ্য পদার্থ। আর এতেই ঘটেছে বিপত্তি ।মন্দিরের পাশের বাড়ির গৃহবধূর ভর উঠে সেখানে নির্দেশ দেওয়া হয় নোংড়া আবর্জনা পরিস্কার করে মা চন্ডীর পূজার।এবছর ১০ তম বর্ষের পূজার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই পূজা জমিদারদের পূর্বপুরুষদের পূজা হলেও এখন বারোয়ারী পূজায় পরিনত হয়েছে।এখনো জমিদারদের পরিবারেএ লোকেরা পূজার সাথে জড়িত।তাদের নির্দেশেই জমিদারের পূজা,থেকে এখন সার্বজনীন পূজায় পরিনত হয়েছে।প্রতিবছরের ন্যায় এবারের দূর্গা পূজোয় কোন খামতি রাখতে চান না থানা পড়ার বাসিন্দারা। তাই চলছে জোরকদমে প্রস্তুতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here