আলিপুরদুয়ার :-পারিবারিক বচসার জেরে বাবার ছুরিকাঘাতে মৃত্যু হল ছেলের। কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের ঘটনা।মৃতের নাম দিওয়াশ কাশ্যপ (২৮)। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নিজের বাবার সাথে কোনো এক বচসার জড়ায় যুবক। এরপরই সেই বচসার জেরেই ছেলের বুকে ছুরি দিয়ে আঘাত করে বাবা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দিওয়াশকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত বাবা মঙ্গল কাশ্যপকে আটক করে দেহ উদ্ধার করেছে কালচিনি থানার পুলিশ।
মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হ






















