টোটো চালকের সততা, কুড়িয়ে পাওয়া ব্যাগে নগদ ২লক্ষ টাকা সহ মূল্যবান জিনিসপত্র, প্রকৃত মালিক ধন্যবাদ জানালেন টোটো চালককে
শীতল চক্রবর্তী বালুরঘাট ১১ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর।টোটো চালকের সততা,এক দুস্থ বাসিন্দার হারিয়ে যাওয়া ব্যাগের মধ্যে থাকা নগদ ২লক্ষ টাকা,মোবাইল ফোন সহ তার পরিবারের লোকজনদের যাবতীয় সরকারি জিনিসপত্র ফেরত দিলেন তিনি।ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের কায়স্থপাড়ায়।ওই টোটো চালক নিজেই সোস্যাল মিডিয়ায় তার পেজে হারানো জিনিসপত্র কুড়িয়ে পেয়েছেন যার পরে ওই সমস্ত জিনিসগুলি হারিয়েছে উপযুক্ত প্রমাণ দিয়ে তা নিয়ে যাবেন বলে তিনি পোস্ট করেন।প্রকৃত মালিক প্রমান সহ তার জিনিসপত্র গুলি ফেরত নিয়ে যাবেন বলে জানানো হয় তার ফেসবুক পেজে।পরে হারিয়ে যাওয়া জিনিসপত্র সহ নগদ টাকার প্রকৃত মালিকের হাতে তুলে দেন ওই টোটো চালক এলাকার বাসিন্দাদের সামনে। টোটো চালককে জিনিসপত্র ফিরে পেয়ে ব্যাগের প্রকৃত মালিক ও তার পরিবার। গঙ্গারামপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ধলদীঘির উত্তরপাড়ার বাসিন্দা পেশায় টোটো চালক পলাশ রাস। সংসারে অভাব থাকায় টোটো চালানোর ফাঁকে বাড়িতে একটি ছোট্ট মুদিখানার দোকানও চালান।গতকাল সন্ধ্যায় তিনি তার স্ত্রী নেহা মহন্ত(রাস)কে গঙ্গারামপুর পুরসভার ৭নম্বর ওয়ার্ডের কায়স্থপাড়াতে কম্পিউটার শিখতে সেখানে তাকে রাখতে যান।রাতে সেই কম্পিউটার সেন্টার থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে টোটোতে করে নিয়ে আসার পথে কায়স্থপাড়াতে রাস্তার পাশে একটি ব্যাগ তিনি পড়ে থাকতে দেখেন।তা খুলতেই তিনি দেখতে পান ওই ব্যাগের মধ্যে আলতাব হোসেন নামে গঙ্গারামপুর পুরসভার ১১নম্বর ওয়ার্ডের বাসিন্দা সহ তার স্ত্রী ,দুই সন্তানের ভোটার কার্ড ,আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, ও নগদ দু লক্ষ টাকা রয়েছে।ব্যাগটি নিয়ে টোটো চালক পলাশ রাস্তার আশপাশের লোকজনদের জিজ্ঞেস করেন কিন্তু কেও বলতে পারেনি তাদের সেই ব্যাগ।এরপরে পলাশ তার স্ত্রী নেহার সঙ্গে কথা বলে নিজের ফেসবুক পেজে পোস্ট করে ব্যাগ ফেরত এর আবেদন জানান।পলাশের সেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেই ব্যাগের প্রকৃত মালিক আলতাব হোসেনের হাতে বৃহস্পতিবার বিকেলে নগদ দু- লক্ষ টাকা,মোবাইল ফোন, তাদের যাবতীয় সরকারি পরিচয়পত্রের ব্যাগটি ফেরত দেওয়ার পর জানান,”টাকার থেকেও বড় কথা প্রয়োজনীয় জিনিসপত্র হারানোর কি জ্বালা।আমার সাথেও একবার হয়েছিল এই রকম,তাতে সমস্যায় পরে ছিলাম,পুনরায় তৈরি করতে ।মনে কোন লোভ না রেখে ওই নগদ টাকা সহ সমস্ত জিনিসপত্রগুলি ফেরত দেওয়া হয়েছে উপযুক্ত প্রমাণ দেখে।” আলতাব হোসেন নামে ব্যাগ হারিয়ে যাওয়া মালিক পুনরায় তা ফেরত পেয়ে ধন্যবাদ জানিয়েছেন টোটো চালক পলাশকে। তিনি বলেন,”সততা হারায়নি তা প্রমাণ করলো এই দুস্থ টোটো চালকটি । নগদ টাকা সহ সমস্ত কিছুই ফেরত পেয়েছি।ধন্যবাদ জানাই তাকে।” টোটো চালক পলাশের এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান,”ওর সততায় আমরা মুগ্ধ। ধন্যবাদ জানাই তাকে।”