ইসলামপুরের একটি হাইস্কুলেরক্লাসরুমে ছাত্রছাত্রীদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি ‘ আমরা’।কেউ কেউ শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারির অভাবকে দায়ী করেছেন। অনেকে আবার এর মধ্যে চূড়ান্ত সামাজিক অবক্ষয় দেখছেন। তবে, স্কুল কর্তৃপক্ষ ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, একটি ক্লাসরুমে দু’টি বেঞ্চে দু’জন ছাত্র দুই ছাত্রীকে কোলে নিয়ে ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে। ওই কক্ষেই এক ছাত্রকে আবার মোবাইলে গেম খেলতে দেখা যায়। অনুমান, সহপাঠীদের কেউ গোপনে ভিডিওটি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য সিদ্দিক আলম বলেন, ভাইরাল ভিডিওয় যে দুই ছাত্রকে দেখা গিয়েছে, তারা আমাদের এলাকার। শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। অভিভাবকেরা ছেলেমেয়েদের স্কুলে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছেন। কিন্তু তারা কী করছে, স্কুল কর্তৃপক্ষ কোনও খেয়াল রাখে না।একটি ক্লাসরুমে দুই জোড়া ছাত্রছাত্রী কেন থাকবে? বাকি পড়ুয়ারা কোথায়? ফলে প্রশ্ন উঠছে পর্যাপ্ত নজরদারি নিয়ে। স্কুল পরিচালন সমিতির সভাপতি রেজিনা বেগম ওরফে জিন্নত বলেন, এই বিষয়ে জানার পরেই স্কুলের প্রধান শিক্ষিকাকে ফোন করেছিলাম। তিনি জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওটি এই স্কুলের কি না, নিশ্চিত নন। এখন স্কুলে পরীক্ষা চলছে। দু’জনের জন্য সমস্ত পড়ুয়াকে বিরক্ত করতে পারি না। পরীক্ষা শেষ হলে অভ্যন্তরীণ তদন্ত করা হবে। যদি দেখা যায় ওই ছাত্রছাত্রীরা এই স্কুলের, সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা।