শিলিগুড়ি ২০ নম্বর ওয়ার্ডে শিশুদের পচা খাবার খাওয়ানোর অভিযোগে বিক্ষোভ

0
147

শিলিগুড়ি ২০ নম্বর ওয়ার্ডে শিশুদের পচা খাবার খাওয়ানোর অভিযোগে বিক্ষোভ, কেন্দ্রীয় কর্মীকে ঘিরে ক্ষোভ এলাকাবাসীর

শিলিগুড়ি, ৯ সেপ্টেম্বর: শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর বাগরাকোর্ট এলাকার রাজ রামমোহন কলোনির একটি আঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পঁচা খাবার খাওয়ানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন মনিকা চৌধুরী। এক কর্মী এদিন খাবার রান্না করেন। এরপর শিশুদের খাবার দিয়ে বাড়ি পাঠান। বাড়িতে পৌঁছনোর পর অভিভাবকরা দেখতে পান খাবারের সোয়াবিন পচে কালো হয়ে গিয়েছে এবং খাবারের মধ্যে পোকা রয়েছে। অভিযোগ ওঠে, রান্নার জিনিসপত্রও অত্যন্ত নোংরা অবস্থায় রাখা ছিল। এমনকি এক বাসনে ১০-১৫টি পচা ডিমও পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ, শিশুদের প্রোটিন খাবার খোলা অবস্থায় রাখা হয়েছিল, যেগুলো ইঁদুরে নষ্ট করেছে।

ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসীরা কেন্দ্রে গিয়ে কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইসিডিএস সুপারভাইজার অসমিতা সান্যাল। তিনি জানান, অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এদিন ঘটনাস্থলে আসেন ওয়ার্ড কাউন্সিলর অভয়া বোসও। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এলাকাবাসীর ক্ষোভ, এর আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, কর্মী যদি সঠিকভাবে কাজ করতে না পারেন, তবে তাকে সরিয়ে দিতে হবে।

ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here