সীমান্তে ফুটবলের মহারণ! হাজারো দর্শকের উল্লাসে কুমারগঞ্জে জমে উঠল কিষান খেত মজদুরের ফুটবল ম্যাচ

0
77

বালুরঘাট, ৮ সেপ্টেম্বর ——ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুমারগঞ্জ ব্লকের জাখিরপুরের সর্দারহাট মাঠ রবিবার যেন রূপ নিল উৎসবের আসরে। হাজারো দর্শকের উচ্ছ্বাসে আট দল নিয়ে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা শেষ পর্যন্ত বাঁধল নজরকাড়া লড়াই। যার আয়োজক ছিল জাখিরপুর তৃণমূল কংগ্রেস কিষান খেত মজদুর কমিটি।

দিনভর উত্তেজনা পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় বাদকানাই ও সেতইর দল। খেলা গড়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে, তবে শেষ হাসি হাসল বাদকানাই। দুই গোলে হারিয়ে ফাইনালের ট্রফি ছিনিয়ে নেয় তারা। বিজয়ী দলের হাতে নগদ দশ হাজার টাকা ও ট্রফি তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলা কিষান খেত মজদুর কমিটির সভাপতি সাহেনশা মোল্লা। রানার্স-আপ সেতইর দলকেও নগদ সাত হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হয়।

যে খেলা ঘিরে সীমান্ত গ্রামে উৎসবের আবহ তৈরি হয়। মাঠজুড়ে ছিল ঢাক-ঢোলের তালে সমর্থকদের উন্মাদনা। সাহেনশা মোল্লা বলেন, “অঞ্চল সভাপতির উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয়। বিপুল মানুষ একত্রিত হয়েছেন এই খেলাকে ঘিরে। আগামী দিনে জেলার প্রতিটি অঞ্চলে এমন ফুটবল খেলার আয়োজন করবে তৃণমূল কিষাণ খেত মজদুর।

সকাল থেকে রাত অবধি চলা এই খেলার মাধুর্যে জাখিরপুর গ্রাম যেন হয়ে উঠেছিল এক স্বতঃস্ফূর্ত মিলনমেলা। সীমান্তে ফুটবল উৎসবের এমন ছবি নজিরবিহীন বলেই মত স্থানীয়দের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here