লোকেশন:- কোচবিহার
কোচবিহার:- রাজ্যে প্রথমবার সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হল। রাজ্যের অন্যান্য জেলার সাথে কোচবিহারে আজ শুরু হলো উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে আগামী ২২ শে সেপ্টেম্বর। কোচবিহার জেলার ২৪ টি সেন্টারের অধিন ৯৪ টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ২১ হাজার ৭৭৫ জন পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষায় । তার মধ্যে ছাত্রীর সংখ্যা রয়েছে ১২ হাজার ১ জন। ছাত্রসংখ্যা ৯ হাজার ৭৭৪ জন। প্রথমবার সেমিস্টার সিস্টেম পরীক্ষা হবে কিছুটা নার্ভাস রয়েছে ছাত্র-ছাত্রীরা। তবে অভিভাবকদের মতে ভিন্নমত। কিছু অভিভাবকের বক্তব্য কলেজে আগামী শিক্ষায় সেমিস্টার সিস্টেমেই পরীক্ষার হয়। সেই ক্ষেত্রে বোর্ডের এই সেমিস্টার সিস্টেম ছাত্রছাত্রীদের আগে থেকেই অনেকটা তৈরি করে দেবে। একই সঙ্গে অনেকেই বলে প্রথম কিছুটা হলেও পরবর্তী ছাত্রছাত্রীরা অভ্যস্ত হয়ে যাবে ।