শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর, ৭ সেপ্টেম্বর,দক্ষিণ দিনাজপুর:- এসএসসি টেট পরীক্ষা চলাকালীন নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে এক পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ধরা পড়েছে। এই ঘটনার পর ওই ছাত্রকে সাসপেন্ড করে এবং গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, জেলাতে মোট ৮৫৯৯ জন পরীক্ষার্থী আবেদন করলেও ৭৮৮২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।৭১৭ জন অনুপস্থিত ছিলেন।
গঙ্গারামপুর শহরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে মোট ৩২০জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসার কথা থাকলেও ৩০০জন পরীক্ষার্থীই আসেন।
ঘটনার সময় মাসুদ রানা নামের এক পরীক্ষার্থী ছোট মোবাইল ফোনে কথা বলছিলেন বলে এক শিক্ষক তাকে দেখে ফেলেন। শিক্ষক সঙ্গে সঙ্গে তার মোবাইলটি আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে প্রশ্ন উঠেছে, এত কঠোর নিরাপত্তার মধ্যে থাকা সত্ত্বেও ওই মোবাইল ফোনটি পরীক্ষার্থী কাছে কীভাবে এল।বিষয়টি জানার পরে প্রধান শিক্ষক দ্রুত নিরাপত্তা রক্ষী ও শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের অবহিত করেন।পরে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তে নামেন।
জেলা শিক্ষা দপ্তরের দেবাশীষ সমাজদার বলেন, “পরীক্ষার্থীদের যথাযথ নিরাপত্তার মধ্য দিয়েই সেন্টারে প্রবেশ করানো হয়েছে।প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীর বাড়ির ঠিকানা জানা যায়নি। তিনি কোথায় ওর শিক্ষকতা করতেন কিনা তাও খোঁজ না হচ্ছে।”
তৃণমূল কংগ্রেস শিক্ষক সেলের জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায় বলেন, “যত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তবুও ওই পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক জানান, “স্কুল কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।