বালুরঘাট, ৪ সেপ্টেম্বর —-সীমান্তে মাদক পাচারের অভিযোগে এবারে এক মহিলাকে আটক করল বিএসএফ।যার কাছ থেকে উদ্ধার হয়েছে ৮৩৭ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর গ্রাম পঞ্চায়েতের এলেন্দরী সীমান্ত এলাকার। বুধবার ধৃত মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। বৃহস্পতিবার ধৃত ছাকিনা বিবিকে বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে দুদিনের পুলিশ হেফাজতে নিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক ওই মহিলার স্বামী শরিফুল আলী মিঞা।
বিএসএফ সুত্রের খবর অনুযায়ী, বেশকিছুদিন ধরেই কুমারগঞ্জের এলেন্দরী সীমান্ত এলাকা নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। যার একটি গোপন সুত্রের খবর পেয়েই এলেন্দরির কালিয়াডাঙার বাসিন্দা ছাকিনা বিবির বাড়িতে অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। যেখান থেকেই উদ্ধার হয় ৮৩৭ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ১৭ লক্ষ টাকা বলেও বিএসএফ সুত্রের খবর। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাড়ি মালিক ছাকিনা বিবিকে। যদিও বিএসএফের চোখে ধুলো দিয়ে বাড়ি ছেড়ে পালাতে সক্ষম হয়েছে ওই মহিলার স্বামী শরিফুল আলী মিঞা। এদিন ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডের আবেদন জানায় কুমারগঞ্জ থানার পুলিশ।
কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার জানিয়েছেন, মাদক পাচারের অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে দুদিনের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
গ্রামজুড়ে এই ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ দু’টিই ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই সীমান্ত এলাকা জুড়ে মাদক ব্যবসা দাপটের সঙ্গে চলছিল। কিন্তু প্রশাসনের চোখে ধুলো দিয়েই কার্যত ‘স্বর্গরাজ্য’ তৈরি হয়েছিল পাচারকারীদের। বিএসএফের সাফল্যে বড়সড় চক্র ভাঙলেও অধরা থেকে গিয়েছে মূল নেপথ্যচরিত্র শরিফুল আলী মিঞা