আলিপুরদুয়ার: আদিবাসী সমাজের অন্যতম শ্রেষ্ঠ উৎসব করম পুজো। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় সমারোহে পালিত হচ্ছে করম পুজো।
আলিপুরদুয়ার জেলার চা বাগানগুলিতে করম পুজোর আয়োজন করা হয়েছে।বন্ধ বাগানে দেখা গিয়েছে পুজো হতে।
করম পুজোর দিনে বোনেরা তাদের ভাইয়ের জন্য উপোস করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে করম পুজো পালন করা হয়।করম উৎসবের মুল উদ্দেশ্য হল বোন তার ভাইয়ের সুখ ও সমৃদ্ধির জন্য এই একাদশীর দিন উপোস করেন। পাশাপাশি কৃষিকাজে উন্নতি এবং প্রকৃতির কাছ থেকে ভাল ফসল লাভের জন্য প্রার্থনা করা হয়।করম পুজো নিয়ে করম ও ধরম রাজার গল্প প্রচলিত রয়েছে আদিবাসী সমাজে। কিভাবে তারা সংকটের মুখে পরে এই পুজো করার পর উদ্ধার হয়েছিলেন, সেই গল্প শোনানো হয় এই পুজোতে।
চা বলয়ের মানুষদের কাছে বড় উৎসব করম পুজো।
সারারাত ধামসা,মাদলের তালে চলে নাচ, গান।
সারারাত পুজোর পর আগামীকাল হবে করম পুজোর বিসর্জন।