তালাবন্ধ বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড!

0
56

তালাবন্ধ বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড! রাতের অন্ধকারে আতঙ্ক বালুরঘাটের নারায়নপুরে, পুড়ে ছাই দুটি ঘর

বালুরঘাট, ৩ সেপ্টেম্বর —— বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকায় মঙ্গলবার রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুহৃদ দাস, পেশায় শিক্ষক, সেদিন রাতে বাড়ি তালাবন্ধ করে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেই সময় প্রতিবেশীরা হঠাৎই পোড়া গন্ধ ও ধোঁয়া বেরোতে দেখে চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর মধ্যে দুটি ঘরের যাবতীয় আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনায় আহতও হয়েছেন একজন।

বালুরঘাট দমকল দপ্তরের আধিকারিক সমীরন ঘোষ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শটসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। বাড়িতে কেউ না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর শোকে স্তব্ধ বাড়ির মালিক মুখ খুলতে না চাইলেও স্থানীয়দের দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলকে খবর দেওয়া না হলে আরও বড় বিপদ ঘটতে পারত। হঠাৎ এই অগ্নিকাণ্ডে গোটা নারায়ণপুর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here