উত্তর দিনাজপুর :এক রাতেই সব শেষ! তিল তিল করে জমানো টাকা পয়সা সোনার গহনা সবকিছু চুরি করে পালালো দুষ্কৃতীরা। পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনি এলাকায়।
জানা গিয়েছে ইসলামপুর থানার বিবেকানন্দ কলোনী এলাকায় একেই রাতে পাঁচটি বাড়িতে চুরি ঘটনা সামনে আসে। কারো বাড়িতে সিং খুঁড়ে তো কারো বাড়িতে তালা ভেঙে নগদ টাকা সোনার গহনা সহ সমস্ত কিছু চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ঘটনাটি সামনে আসতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। ঘটনার খবর পেয়ে গ্রামে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। বিষয়টি ইসলামপুর থানার পুলিশের নজরে নিয়ে আসা হবে বলে জানান তিনি।