গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক উন্নয়নমূলক কাজের পরিদর্শন করতে শিক্ষামূলক আসলেন মালদা জেলার আধিকারিকেরা,খুশি হয়েছেন সকলেই শীতল চক্রবর্তী, বালুরঘাট, ২৮ আগস্ট।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৬নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজের খতিয়ান দেখতে শিক্ষামূলক ভ্রমণে আসেন মালদা জেলার ২৮ জনের প্রতিনিধি দল।মঙ্গলবার দুপুরে তাঁরা মডেল পঞ্চায়েত হিসেবে ঘোষিত এই গ্রাম পঞ্চায়েতের একাধিক প্রকল্প ঘুরে দেখেন। সোলার লাইট প্রকল্প, পানীয় জলের প্রকল্প, উন্নত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পসহ নানান উদ্যোগ দেখে প্রতিনিধিরা সন্তুষ্টি প্রকাশ করেন।
এই শিক্ষামূলক ভ্রমণে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী মাহাতো, পঞ্চায়েত আধিকারিক চণ্ডীব্রত ঝা, সমাজসেবী সঞ্জিত মাহাতোসহ আরও অনেকেই।
মালদা জেলার পঞ্চায়েতস্তরের প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিক গোপীচন্দ্র রায় বলেন, “এখানে যে ধরনের উন্নয়ন হয়েছে, আমরা তা খতিয়ে দেখে মালদা জেলায় প্রয়োগ করার চেষ্টা করব।”
গঙ্গারামপুর ব্লকের যুগ্ম বিডিও মুন্সি ফারুক জানান, “আমাদের উন্নয়নের মডেল দেখে মালদার প্রতিনিধিরা খুশি হয়েছেন। তাঁদের অভিজ্ঞতা ও মতামত ভবিষ্যতে আমাদের কাজে লাগবে।”
গঙ্গারামপুর পঞ্চায়েত প্রধান জয়শ্রী মাহাতো বলেন, “আমরা পঞ্চায়েত স্তরে যে উন্নয়ন করেছি, তা দেখে মালদার প্রতিনিধিরা প্রশংসা করেছেন। আগামী দিনে আমরা আরও উন্নয়নের দিকে এগোতে চাই।”
বুধবার মালদা জেলার এই প্রতিনিধি দল গঙ্গারামপুর মহকুমার গাঙ্গুরিয়া ও বালুরঘাট মহকুমার পতিরাম গ্রাম পঞ্চায়েতে শিক্ষামূলক ভ্রমণে যাবেন বলে জানা গেছে।