কুরমি সমাজের গর্জন, বালুরঘাটে ঢাক-ঢোলের তালে বিক্ষোভ

0
125

কুরমি সমাজের গর্জন, বালুরঘাটে ঢাক-ঢোলের তালে বিক্ষোভ, ১১ দফা দাবিতে স্মারকলিপি জেলা শাসককে

বালুরঘাট,২৬ আগষ্ট —- ঢাক-ঢোলের তালে নাচতে নাচতে রাস্তায় নামল কুরমি সমাজ উন্নয়ন সমিতি। হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান, আর সামনে ১১ দফা দাবির তালিকা। বালুরঘাটে জেলা শাসক দপ্তরের সামনে মঙ্গলবার জমায়েত হয়ে কয়েকশো সমর্থক জানালেন তাঁদের দাবি। মূলত কুরমি সমাজকে তফসিলি উপজাতি তালিকাভুক্ত করা, কুরমালি ভাষার সরকারি স্বীকৃতি এবং করম পূজায় ভাতা প্রদানের মতো বিষয়কে সামনে রেখেই এই বিক্ষোভ।

আন্দোলনকারীরা জানান, বহু বছর ধরেই তাঁদের সমাজ নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তাই আর অবহেলা নয়—এবার দাবি মানতেই হবে। পরে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতৃত্ব। কুরমি সমাজ উন্নয়ন সমিতির জেলা সভাপতি সুভাষ রঞ্জন মাহাতো বলেন, “আমাদের ১১ দফা দাবি দীর্ঘদিনের। দ্রুত পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব।”

প্রশাসনিক দপ্তরের সামনে ঢোল-নৃত্যে জমে ওঠা এই বিক্ষোভ ঘিরে শহরবাসীর কৌতূহল ছিল চোখে পড়ার মতো। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here