কালিয়াগঞ্জ:-কালিয়াগঞ্জ স্টুডেন্টস হেলথ হোমের উদ্দ্যোগে এবং জীবন রেখা হাসপাতালের সহযোগিতায় নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবিবার। পার্বতীসুন্দরী হাইস্কুল ক্যাম্পাসে অবস্থিত স্টুডেন্টস হেলথ হোম প্রাঙ্গণে সকাল ১১ টায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হয়। স্টুডেন্টস হেলথ হোমের সভাপতি প্রবীর সাহা এবং সম্পাদক রঞ্জন মোদকের নেতৃত্বে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সূচনা অনুষ্ঠানে অতিথি ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র বর্মণ ও বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস। এছাড়াও পার্বতীসুন্দরী হাইস্কুলের প্রধান শিক্ষক নন্দন সাহা, পরিচালন সমিতির সভাপতি দেবত্তম দাস এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অশিক্ষক কর্মীরা। স্টুডেন্টস হেলথ হোমের এই স্বাস্থ্য শিবিরে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি বহু অভিভাবক চিকিৎসা পরিসেবা গ্রহণ ক
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ স্টুডেন্টস হেলথ হোমের উদ্দ্যোগে এবং জীবন রেখা হাসপাতালের সহযোগিতায় নিঃশুল্ক স্বাস্থ্য...