কোচবিহার:- কোচবিহার জেলার সিতাইতে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া ওই কর্মীর বিরুদ্ধে ফাঁসির দাবিতে মঙ্গলবার সকালে সিতাই থানা চত্বরে জোরালো বিক্ষোভ দেখাল স্থানীয় সাধারণ নাগরিক মঞ্চ।
জানা গিয়েছে, সোমবার সিতাই থানার পুলিশ এক বিজেপি কর্মী রাধেশ্বর বর্মন কে গ্রেফতার করে। এক বিধবা মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে ধৃত কে দিনহাটা মহকুমা আদালতে পাঠানোর আগে থানা প্রাঙ্গণে এই বিক্ষোভ সংঘটিত হয়।
বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী উপস্থিত থাকলেও, তারা দলীয় ব্যানার বা পরিচয় নিয়ে অংশ নেননি। এই প্রসঙ্গে সিতাই ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশুরায় প্রামানিক বলেন, “আজ আমরা রাজনৈতিক ব্যানারে এই প্রতিবাদ জানাচ্ছি না। আজ সাধারণ নাগরিক মঞ্চ একত্রিত হয়ে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও যোগ করেন, “বর্মন হোক কিংবা মিয়া, যেই দোষ করবে, সেই দোষীর উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। আমাদের একটাই দাবি, ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে।
Home বাংলা উত্তর বাংলা কোচবিহার জেলার সিতাইতে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় এলাকায় উত্তেজনা...